Wednesday, October 9

পাট খাতে ১০০ কোটি টাকা ঋণ দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক

ঢাকা: পুনঃঅর্থায়ন স্কীমের আওয়তায় পাট খাতে এ বছরের মধ্যেই ১০০ কোটি টাকা ঋণ প্রদান করছে বাংলাদেশ ব্যাংক।

আজ বুধবার সকাল সাড়ে এগারোটায় বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী আরো জানান, পাট সম্ভাবনাময় খাত। এ খাত হারিয়ে গিয়েছিলো। বর্তমান সরকার এ খাতকে গুরুত্ব দিয়েছে। আর তা ঈদের পরপরই এ বিষয়ে কমিটি গঠন করা হবে। এবং এ বছরের মধ্যেই ঋণ বিতরণ শুরু হবে বলে জানান তিনি।

তিনি বলেন, বাণিজ্যিক ব্যাংকে যে সুদের হার তাতে ব্যবসায়ীরা কিংবা কৃষকরা ঋণ নিতে আগ্রহ দেখাচ্ছে না। তাই পাট শিল্পকে আরো সমৃদ্ধি করতে। পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে পাট শিল্পে ১০০ কোটি টাকা পুনঃঅর্থায়ন করছে বাংলাদেশ ব্যাংক।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক, অর্থমন্ত্রণালয়, পাট মন্ত্রণালয় ও কৃষিমন্ত্রণালয় একযোগে কাজ করবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলো সহজ শর্তে অর্থাৎ সিঙ্গেল ডিজিডে (৫ শতাংশ) হারে ঋণ নিয়ে সিঙ্গেল ডিজিডেই পাটকল, পাট ব্যবসায়ীদের মাঝে ঋণ বিতরণ করবে। তবে পাট চাষীরা সরাসরি পাট খাতে ঋণ পাবে না। তবে তারা কৃষি খাতে ঋণ নিতে পারবে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রিন্টিং ও প্রকাশনা বিভাগের মহাব্যবস্থাপক এফ.এম মোকাম্মেল হক, , বাংলাদেশ ব্যাংকের গর্ভনর সচিবালয়ের জীএম আবুল কালাম আজাদ প্রমুখ।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়