Sunday, October 27

কেন্দুয়ায় পুলিশের গাড়িতে হামলা : আটক-৪

কেন্দুয়া(নেত্রকোনা): নেত্রকোনার কেন্দুয়ায় ১৮ দলীয় জোটের ডাকা ৬০ ঘন্টা হরতালের প্রথম দিন রোববার কেন্দুয়ায় কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে হরতাল পালিত হয়েছে। হরতালের সমর্থনে পৌর শহরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজপথে নামেন জেলা বিএনপি’র সহ-সভাপতি মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মো: দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল। অপরদিকে কেন্দুয়া-আঠারবাড়ী সড়ক, নেত্রকোণা সড়ক (গাছ ফেলে অবরোধ), মদন সড়ক, তাড়াইল সড়কে অবরোধ করে দলীয় নেতাকর্মীরা পিকেটিং করেন। দূর পাল্লার কোন যানবাহন ছেড়ে যায়নি। উপজেলা সদরের সব দোকানপাট ছিল বন্ধ। উপজেলার রেইন্ট্রিতলা, শিমুলতলা, সাউদপাড়া মোড়, চিরাং রোডে গাড়ী ভাংচুর ও আগুন দিয়েছে পিকেটাররা। আলীপুর মোড়ে পুলিশের গাড়ীতে হামলা চালায় হরতাল সমর্থকরা। পুলিশ বিএনপি সমর্থক আব্দুল আউয়াল খান, এমদাদুল হক, রতন ও কদ্দুছকে আটক করেছে। হরতালকারীদের আটক করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। ---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়