সরিষাবাড়ী (জামালপুর): জামালপুরের সরিষাবাড়ীতে রবিবার ১৮ দলের ডাকা ৬০ ঘন্টার হরতালের ১ম দিন পৌর এলাকায় শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। হরতালের সমর্থনে সকালে আরামনগর বাজারে বিএনপি ও ছাত্রশিবিরের পৃথক দুটি মিছিল বের হয়। অপরদিকে যুবলীগ শিমলা বাজার এলাকায় হরতাল বিরোধী মিছিল ও সমাবেশ করে। হরতাল চলাকালে যমুনা সার কারখানার পরিবহন, দুরপাল¬ার বাস ও ট্রাক চলাচল বন্ধ ছিল।
তবে এদিকে হরতালে উপজেলার পৌর এলাকার বাহিরে কয়েকটি স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষের খবর পাওয়া গেছে। সকাল সাড়ে ৮টার দিকে আওনা ইউনিয়নের কালিকাপুর মৌলভীবাজার এলাকায় বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষে অন্তত ৫ জন বিএনপি কর্মী আহত হয়। এরমধ্যে গুরুতর আহত টেঁটাবিদ্ধ মুকুল (৪৫) ও হায়াত আলীকে (২৭) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় বিএনপি সমর্থিত ৫টি দোকান ও আওয়ামী লীগ সমর্থিত অ্যাড. মতিয়র তালুকদার স্মৃতি সংসদ ভাঙ্চুরের ঘটনা ঘটে।
অপরদিকে পৌর এলাকার বাউসি পপুলার চত্বরে সকাল ৮টার দিকে বিএনপির সাথে আওয়ামী লীগের সংঘর্ষ বাধে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়