Sunday, October 27

নিউইয়র্কে আবাসিক ভবনে শিশুসহ ৫ জন খুন

ঢাকা : নিউইয়র্কের ব্রুকলিনের সানসেট পার্ক এলাকার ৫৭ স্ট্রিটের একটি আবাসিক ভবনে স্থানীয় সময় শনিবার দিবাগত রাতে দুর্বত্তের ছুরিকাঘাতে ৫ জন খুন হয়েছে। নিউইয়কের্র পুলিশ বিভাগ জানিয়েছে, নিহদের মধ্যে দেড় বছরের একটি শিশু রয়েছে। অন্যদের বয়স অনুর্ধ ২০ বছর। পুলিশ নিহদের নাম-পরিচয় প্রকাশ করেনি। নিহত পাঁচজন একই পরিবারের কিনা অথবা তাদের মধ্যে কী সম্পর্ক এ ব্যাপারেও পুলিশ কিছু প্রকাশ করেনি।

নিউইয়র্কের ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র জিম লং গণমাধ্যমকে জানিয়েছেন, সূত্রের মাধ্যমে খবর পেয়ে জরুরি উদ্ধারকারী কর্তৃপক্ষ একটি আবাসিক ভবনের একই স্থান থেকে তিন জনকে মৃত ও অপর দুই জনকে আশঙ্কাজনক আহত অবস্থায় উদ্ধার করে। আহত দুজনকে হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়। ঐ এলাকাটিতে স্প্যানিশ ও চীনা অভিবাসীরা বাসবাস করে।

এ হত্যাকাণ্ডে ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারেও বিস্তারিত কোনো তথ্য দেয়নি পুলিশ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়