Sunday, October 27

আমতলীতে হরতাল পালিত : গ্রেফতার ১


আমতলী (বরগুনা):  আমতলীতে বিএনপি ও ১৮ দলের  ডাকা তিন দিনের হরতালের প্রথম দিন  শান্তিপূণভাবে পালিত হয়েছে।
সকাল ৭ টা থেকে  উপজেলা বি এন পি সভাপতি মো. জালাল উদ্দিন ফকিরের নেতৃত্বে আমতলী হাসপাতাল রোড . নুতন বাজার ও সম্পাদক  মো. জহিরুল ইসলাম মামুনের নেতৃত্বে আমতলী এ,কে স্কুল মোড় সহ বিভিন্ন এলাকায় বিএনপি অঙ্গসংঘটনের নেতা কর্মীরা পিকেটিং করেন। 
দুপর পর্যন্ত শহরের অধিকাংশ দোকানপাঠ বন্ধ ছিল,এ রির্পোট লেখা পর্যন্ত । কোন অপ্রতিকর কোন ঘটনা ঘটেনি।পুলিশ সকাল ৭ টার সময় আমতলী হাসপাতালের সামনে পিকেটিং করার সময়  উপজেলা বিএনপির সদস্য মাওঃ মজনুল হক (৫০) কে  গ্রেফতার করেছে। 
আমতলী থেকে দুরপাল্লার কোন যান বাহন চলাচল করেনি। তবে অভ্যান্তরিন রুটে যানবাহন চলাচল করেছে। অফিস আদালত  স্কুল কলেজ যথারিতি খোলা ছিল।আমতলী থানার  অফিসার ইনচার্জ মো. সামসুল হক পিপিএম জানান শহরের গুরুত্বপূর্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
অপরদিকে বিএনপির আরেক টি গ্র“প সকাল ১১ টার সময় বিএনপি নেতা এ্যাডঃ মোঃ নুরুল ইসলাম সানু , এ্যাডঃ মোঃ মহসিন,   একে এম নুরুল হক , মো.ফারুখ খান ,মশিউর রহমান এবং থানা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মো. মনিরুল ইসলাম তালুকদারের  নেতৃত্বে হরতালে পক্ষে মিছিল বের করেন। মিছিলটি আমতলী পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে বাধঘাট গিয়ে শেষ হয়।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়