Sunday, October 27

বেগম জিয়ার পাশে থাকলে হরতাল প্রত্যাহারে বাধ্য করতাম: নাজমুল হুদা

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার হরতাল প্রত্যাহার করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা।
তিনি বলেন, ‘আজকের এই সময়ে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পাশে থাকলে তাঁকে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে অবিলম্বে হরতাল প্রত্যাহারে বাধ্য করতাম। কারণ, এক মুহূর্তের ‍সুযোগ না নেয়ায় যেমন মহান উদ্যোগ নস্যাৎ হয়ে যেতে পারে তেমনি ‍সুযোগ নিলে শুভ পরিণতিও বয়ে আনতে পারে।’
 
বিএনপির সাবেক এই স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যদি প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিতেন তবে তা জাতির জন্য খুবই সৌভাগ্যের ব্যাপার হতো। তবে সংলাপে বসার পরও যদি তা ফলপ্রসু না হতো সেক্ষেত্রে তিনি কারণ দেখিয়ে পরবর্তীতে হরতালের মতো কর্মসূচি দিতে পারতেন। এর মধ্য দিয়ে জনগণের প্রতি বেগম জিয়ার দায়বদ্ধতা আরও দৃঢ়তার সঙ্গে প্রকাশ পেত।’
 
 
শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ফোনালাপ হয়। এসময় প্রধানমন্ত্রী বিরোধীদল নেতাকে ২৮ অক্টোবর গণভবনে নৈশভোজের আমন্ত্রণ জানান। একই সঙ্গে তাঁকে হরতাল তুলে নেয়ারও আহ্বান জানান। কিন্তু খালেদা জিয়া জানান, হরতাল কর্মসূচি ১৮ দলের হওয়ায় এখনই এ কর্মসূচি তুলে নেয়ার সুযোগ নেই।এর আগে শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে বিএনপি নেত্রী বলেন, ‘সংলাপ ও আন্দোলন এক সঙ্গে চলবে।’---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়