ঢাকা : কওমি মাদ্রাসাকে সরকারি নিয়ন্ত্রনে নেয়া থেকে বিরত থাকার দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম। সংগঠনটির মহাসচিব জুনায়েদ বাবুনগরী বলেছেন, কওমী মাদ্রাসায় হাত দিলে সরকার ধ্বংস হয়ে যাবে। কওমী মাদ্রাসা সরকারি নিয়ন্ত্রনে নেয়ার আইন করতে গেলে লাখ লাখ লাশ পড়বে। আর এসব লাশের ওপর দিয়ে এই আইন পাস করতে হবে।
কওমি মাদ্রাসা শিক্ষা কর্তৃপক্ষ আইন-২০১৩ পাস করা থেকে সরকারকে বিরত থাকার দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
আজ রোববার দুপুরে হাটহাজারীর একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করে।সংবাদ সম্মেলন শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে জুনায়েদ বাবুনগরী এসব কথা বলেন।
নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে হেফাজতে ইসলামের মহাসচিব আরও বলেন, নির্বাচনে হেফাজত কোনো দলের ব্যানারে অংশ নেবে না। হেফাজতের কোনো নেতা-কর্মী নির্বাচনে অংশ নিলে এটা তার ব্যক্তিগত ব্যাপার।
তিনি বলেন, মুসলমান হিসেবে যাদের দ্বারা ইসলামের ক্ষতি হবে, তাদের ভোট দেওয়া হারাম। তিনি বলেন, কওমি মাদ্রাসার কোনো সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের সঙ্গে জড়িত থাকার প্রমাণ নেই।
সংবাদ সম্মেলনে জুনায়েদ বাবুনগরীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী। সম্মেলনে চারটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে আগামী ১লা নভেম্বর সারা দেশে বিক্ষোভ মিছিল, ২রা নভেম্বর হাটহাজারী পার্বতী উচ্চবিদ্যালয়ের মাঠে মহাসমাবশে, ১৫ নভেম্বরের মধ্যে সব বিভাগীয় শহরে মহাসমাবেশ। আর চতুর্থটি হলো কওমি মাদ্রাসার শিক্ষা আইন পাসের উদ্যোগ থেকে সরকার বিরত না হলে এবং হেফাজতের কর্মসূচিতে বাধা দিলে হরতালসহ কঠিন কর্মসূচির ঘোষণা।---ডিনিউজ
কওমি মাদ্রাসা শিক্ষা কর্তৃপক্ষ আইন-২০১৩ পাস করা থেকে সরকারকে বিরত থাকার দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
আজ রোববার দুপুরে হাটহাজারীর একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করে।সংবাদ সম্মেলন শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে জুনায়েদ বাবুনগরী এসব কথা বলেন।
নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে হেফাজতে ইসলামের মহাসচিব আরও বলেন, নির্বাচনে হেফাজত কোনো দলের ব্যানারে অংশ নেবে না। হেফাজতের কোনো নেতা-কর্মী নির্বাচনে অংশ নিলে এটা তার ব্যক্তিগত ব্যাপার।
তিনি বলেন, মুসলমান হিসেবে যাদের দ্বারা ইসলামের ক্ষতি হবে, তাদের ভোট দেওয়া হারাম। তিনি বলেন, কওমি মাদ্রাসার কোনো সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের সঙ্গে জড়িত থাকার প্রমাণ নেই।
সংবাদ সম্মেলনে জুনায়েদ বাবুনগরীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী। সম্মেলনে চারটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে আগামী ১লা নভেম্বর সারা দেশে বিক্ষোভ মিছিল, ২রা নভেম্বর হাটহাজারী পার্বতী উচ্চবিদ্যালয়ের মাঠে মহাসমাবশে, ১৫ নভেম্বরের মধ্যে সব বিভাগীয় শহরে মহাসমাবেশ। আর চতুর্থটি হলো কওমি মাদ্রাসার শিক্ষা আইন পাসের উদ্যোগ থেকে সরকার বিরত না হলে এবং হেফাজতের কর্মসূচিতে বাধা দিলে হরতালসহ কঠিন কর্মসূচির ঘোষণা।---ডিনিউজ
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়