Sunday, October 27

রামুতে সহিংসতা ছাড়াই হরতাল পালিত

রামু (কক্সবাজার): নির্দলিয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন গণতন্ত্র রক্ষার দাবীতে বিএনপি নেতৃত্বধীন ১৮ দলীয় জোটের ডাকে টানা তিন দিনের হরতালের রোববার প্রথম দিনে কড়া নিরাপত্তা বেষ্টনী ও বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই পিকেটাররা কক্সবাজারের রামু উপজেলায় মহাসড়কসহ ৫টি সড়কের বিভিন্ন পয়েন্টে পিকেটিং করে। সকাল থেকে বিকেল পর্যন্ত চৌমুহনী, বাইপাস, কলঘর, চা বাগান হাসপাতাল গেইট, রশিদ নগর, চেইন্দা, চাকমারকুল মাদ্রাসা গেইটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা পিকেটিং ও  হরতাল সমর্থনে ঝটিকা মিছিল করে। বেলা ২ টার দিকে রামু বাইপাস মোড়ে মহাসড়কে টায়ার জ্বালিয়ে পিকেটিং করলে পুলিশ ঘটনাস্থল পৌঁছে আগুন নিভিয়ে ফেলে।  সারাদিন র‌্যাব, বিজিবি ও পুলিশের টহল জোরদার ছিল। রামু উপজেলা বিএনপির সভাপতি আহমেদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক এস এম ফেরদৌস, বিএনপি নেতা ছৈয়দ মোহাম্মদ আব্দুর শুক্কুরসহ দলের সিনিয়র নেতারা হরতালের নেতৃত্ব দেন।     ---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়