ফেনী: ফেনীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা বুধবার সকালে যৌন উত্তেজক ইয়াবা ট্যালেট বহনকালে এক নারীসহ তিন জনকে গ্রেপ্তার করেছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সূত্র জানায়, বুধবার সকালে র্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসকে (ঢাকা-মেট্রো-ব-১৪-৫৫৫৭) ফেনীর মহিপাল চৌরাস্তায় থামার সংকেত প্রদান করে। র্যাব সদস্যরা গাড়ীর যাত্রীদের মধ্য থেকে মুন্সিগঞ্জের পাইকশা গ্রামের মো. হুমায়ুন কবিরের ছেলে মো. শেখ স¤্রাট হোসেন (২৩), ঢাকার পূর্ব জুরাইনের আবদুর রাজ্জাকের ছেলে শেখ সাদ্দম হোসেন (২২) ও ঢাকার কাফরুলের আলাল আহম্মদের মেয়ে মোছা. আইরিন বেগমের (২৩) কাপড়ের ব্যাগ তল্লাশী করে তিন হাজার ৫৫০ পিস যৌন উত্তেজক ইয়াবা উদ্ধার করেন এবং তাদের তিন জনকে গ্রেপ্তার করে।
এঘটনায় র্যাব-৭ ফেনী ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. মোখলেছুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০ (সংশোধনী) ২০০৪ এ ১৯(১) ধারায় ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের ও আসামীদের পুলিশে সোপর্দ করেন।
র্যাব ফেনী ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার ও থানায় মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন। ---ডিনিউজ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়