Wednesday, October 9

‘২২ অক্টোবর সরকার পতনের কর্মসূচী ঘোষণা দিবেন খালেদা জিয়া’


বরিশাল: ১৮ দলীয় জোটের বরিশালের আহবায়ক মজিবর রহমান সরোয়ার এমপি বলেছেন, আগামী ২২ অক্টোবর বরিশালে অনুষ্ঠিত হতে যাওয়া বিভাগীয় সমাবেশে সরকার পতনের আন্দোলন কর্মসূচী ঘোষণা দিবেন দেশ নেত্রী খালেদা জিয়া। বর্তমান সরকারের আমলে এটাই হবে বিএনপি’র শেষ ও সর্ববৃহৎ বিভাগীয় জনসভা। এ জনসভা সফল করতে ওয়ার্ডে ওয়ার্ডে সরকার বিরোধী সংগ্রাম কমিটি গঠন করতে হবে। বুধবার বরিশালে খালেদা জিয়া আগমন ও জনসভা সফল করার লক্ষে ১৮ দলীয় জোটের এক প্রস্তুতি সভায় এসব কথা বলেন তিনি। পরে জনসভাস্থল বঙ্গবন্ধু উদ্যান পরির্দশন করে নেতৃবৃন্দ।
বেলা ১১টায় নগরীর বরিশাল ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় নব নির্বাচিত মেয়র আহসান হাবিব কামাল বলেন, ১৫ জুনের নির্বাচনে জনগ্রন আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। ২২ অক্টোবরের সমাবেশে ব্যাপক জনসমাগম করে আওয়ামী লীগকে আরেক বার অনাস্থা জানাতে হবে। সমাবেশের মাধ্যমে দখলে নিতে হবে রাজপথ। আওয়ামী লীগকে মোকাবেলার জন্য বিএনপি একাই যথেস্ট বলে মন্তব্য করেন মেয়র কামাল।
সভায় বক্তব্য রাখেন ১৮ দলীয় জোটের সদস্য সচিব ও মহানগর জামায়াতের আমীর অ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল, মহানগর বিএনপির সাধারন সম্পাদক কামরুল আহসান শাহিন, মহানগর খেলাফত মজলিশের সভাপতি অধ্যাপক আবুল কাশেম মো. শাহজাহান, বিএনপি নেতা মনিরুজ্জামান ফারুক, বিলকিস জাহান শিরিন, বিজেপি নেতা মোঃ লাল মিয়া, এনপিপি নেতা মাসুদ, আনোয়ারুল হক তারিনসহ জোটের শরীক নেতৃবৃন্দ।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়