Thursday, August 29

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নিবাচনে যাবে না বিএনপি : ফখরুল

মানিকগঞ্জ: তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দশম জাতীয় সংসদ নিবাচনে অংশ গ্রহন করবে না বিএনপি গতকাল বৃহ¯প্রতিবার নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দশম জাতীয় সংসদ নিবাচনের দাবীতে মানিকগঞ্জ জেলা বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেছেন। 
মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার সভাপ্রতিত্বে মানিকগঞ্জ বিজয় মেলার মোঠে আয়োজিত কর্মী সমাবেশে মির্জা ফখরুল আরো বলেন, ১৯৭১ থেকে ৭৫ সালে বর্তমান প্রধান মন্ত্রীর পিতা দেশের মানুষকে লবন খাওইয়েছে ৮০ টাকা কেজি। আর এখন তার কন্যা শেখ হাসিনা মানুষকে পিয়াজ খাওয়াচ্ছে ৮০ টাকা কেজি। ৭১-৭৫ সালে শেখ মুজিবের রক্ষি বাহিনী মানুষ মেরেছে। আর ওনার কন্যা বর্তমানে মানুষকে মারছে পাখির মতো গুলি করে।
কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাইন্সিলের সদস্য সাবেক দপ্তর বিহীন মন্ত্রী হারুণার রশীদ খান মুন্নু। বিএনপির জাতীয় নিবাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিবেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।
প্রয়াত মহাসচিবের কবর জিয়ারত: প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের গ্রামের বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলার পাচুরিয়ার পারিবারিক কবরাস্থানে প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি.এন.পি) র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে কবর জিয়ারত করেন তিনি।
এ সময় ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাথে উপস্থিত ছিলেন প্রয়াত মহাসচিবের দুই ছেলে মানিকগঞ্জ জেলা বি.এন.পির সহ সভাপতি খোন্দকার আব্দুল হামিদ ডাবলু এবং জেলা  বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক খোন্দকার আকবর হোসেন বাবলু, মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তসহ স্থানীয় নেতাকর্মীরা।----ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়