নিজস্ব প্র্রতিবেদক:
কানাইঘাটে মধ্যযুগীয় কায়দায় স্ত্রী'কে নির্যাতনের দায়ে গত সোমবার থানা পুলিশ বিয়ে পাগল পাষন্ডকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা যায়, কানাইঘাট পৌরসভার খরচট্টি গ্রামের ছলাই মিয়ার পুত্র আব্দুল ওয়াহিদ (৩৬) সম্প্রতি তার প্রথম স্ত্রী ২সন্তানের জননী নিজ চাউরা উত্তর গ্রামের মাওঃ ইমতাজ আলীর মেয়ে রহিমা বেগম (২৮) কে মধ্যযুগীয় কায়দায় অমানষিক নির্যাতন করে চক্ষু উপড়ে ফেলার চেষ্টা করে পুরু শরীর তেঁতলে দেয়। স্বামীর নির্যাতনে গুরুতর আহত রহিমা বেগম প্রায় ২০দিন সিলেট ওমেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ ঘটনায় রহিমা বেগম বাদী হয়ে কানাইঘাট থানায় একাধিক বিয়ের হুতা লম্পট স্বামী আব্দুল ওয়াহিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে থানা পুলিশ গত সোমবার গভীর রাতে আব্দুল ওয়াহিদকে স্ত্রী’র মামলায় গ্রেফতার করে। স্থানীয় লোকজন জানিয়েছেন, রহিমা বেগম আব্দুল ওয়াহিদের প্রথম স্ত্রী। স্ত্রী’র অনুমতি ব্যতি রেখে আব্দুল ওয়াহিদ অপ্রাপ্ত বয়স্ক দুই কিশোরী সহ এক মহিলাকে বৈধ কাবিন নামা ছাড়াই বিয়ে করে একই বাড়ীতে ঘর সংসার করছে। এতে বাঁধা দেওয়ায় প্রথম স্ত্রী রহিমা বেগমকে সে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে। এছাড়া আব্দুল ওয়াহিদ নারী লোভী লম্পট হিসেবে এলাকায় পরিচিতি রয়েছে।
কানাইঘাটে মধ্যযুগীয় কায়দায় স্ত্রী'কে নির্যাতনের দায়ে গত সোমবার থানা পুলিশ বিয়ে পাগল পাষন্ডকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা যায়, কানাইঘাট পৌরসভার খরচট্টি গ্রামের ছলাই মিয়ার পুত্র আব্দুল ওয়াহিদ (৩৬) সম্প্রতি তার প্রথম স্ত্রী ২সন্তানের জননী নিজ চাউরা উত্তর গ্রামের মাওঃ ইমতাজ আলীর মেয়ে রহিমা বেগম (২৮) কে মধ্যযুগীয় কায়দায় অমানষিক নির্যাতন করে চক্ষু উপড়ে ফেলার চেষ্টা করে পুরু শরীর তেঁতলে দেয়। স্বামীর নির্যাতনে গুরুতর আহত রহিমা বেগম প্রায় ২০দিন সিলেট ওমেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ ঘটনায় রহিমা বেগম বাদী হয়ে কানাইঘাট থানায় একাধিক বিয়ের হুতা লম্পট স্বামী আব্দুল ওয়াহিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে থানা পুলিশ গত সোমবার গভীর রাতে আব্দুল ওয়াহিদকে স্ত্রী’র মামলায় গ্রেফতার করে। স্থানীয় লোকজন জানিয়েছেন, রহিমা বেগম আব্দুল ওয়াহিদের প্রথম স্ত্রী। স্ত্রী’র অনুমতি ব্যতি রেখে আব্দুল ওয়াহিদ অপ্রাপ্ত বয়স্ক দুই কিশোরী সহ এক মহিলাকে বৈধ কাবিন নামা ছাড়াই বিয়ে করে একই বাড়ীতে ঘর সংসার করছে। এতে বাঁধা দেওয়ায় প্রথম স্ত্রী রহিমা বেগমকে সে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে। এছাড়া আব্দুল ওয়াহিদ নারী লোভী লম্পট হিসেবে এলাকায় পরিচিতি রয়েছে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
sala lompot kutakar
ReplyDelete