Saturday, June 8

আ’লীগ নেতা শামসুদ্দিন আর নেই॥ বিভিন্ন মহলের শোক

কানাইঘাট উপজেলা আ’লীগের সিনিয়র নেতা সাবেক ইউপি সদস্য সামসু উদ্দীন গত শুক্রবার নিজ বাড়ী চরিপাড়া গ্রামে ইন্তেকাল করেছেন। ইন্না ল্লিল্লাহি ------------ রাজিউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে নিজ বাড়ীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, চার ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গত শুক্রবার বাদ মাগরিব চরিপাড়া স্কুল এন্ড কলেজ মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে গ্রামের পঞ্চায়েত গুরুস্থানে লাশ সমাহিত করা হয়।  জানা যায়, আ’লীগ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ছাড়াও কয়েক হাজার মানুষ শরীক হন। এ দিকে আ’লীগ নেতা শামসুদ্দিনের মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন, সিলেট ৫ কানাইঘাট-জকিগঞ্জ আসনের সাংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার, সিলেট জেলা আ”লীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এমপি, সাবেক মেয়র ও সিলেট মহানগর আ’লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা আ’লীগের সিনিয়র সদস্য জমির উদ্দিন প্রধান, জেলা আ’লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাক আহমদ পলাশ, উপজেলা আ’লীগের আহবায়ক পৌর মেয়র লুৎফুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্য সিরাজুল ইসলাম প্রমুখ। 

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়