Wednesday, June 12

মেয়র প্রার্থীকে লক্ষ্য করে গুলি : দেহরক্ষী আহত


বরিশাল: বরিশাল সিটি কর্পোরেশনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী আহসান হাবিব কামালকে লক্ষ্য করে গুলি চালিয়েছে পুলিশ। এ সময় কামালের দেহরক্ষী হারুন আহত হয়।

বুধবার রাত সাড়ে আটটার দিকে নগরের সদর রোডের এরিনা হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচজন নারী কর্মীকে পুলিশ আটক করে গাড়িতে তুলতে চাইলে এতে বাধা দেন আহসান হাবিব কামাল। বাক-বিতণ্ডার এক পর্যায়ে কামালকে লক্ষ্য করে পুলিশ গুলি চালালে তার দেহরক্ষী হারুন গুলিবিদ্ধ হন। আহত হারুনকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আসামি ছিনিয়ে নিতে চাইলে পুলিশ গুলি চালায়।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়