ঢাকা : চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। দলীয় সূত্রে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ জুন রাতে একটি ফ্লাইটে তিনি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবেন। চিকিৎসা শেষে আগামী ২৪ জুন তিনি দেশে ফিরবেন। এরপর রমজানের আগেই ওমরা করারউদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া। জানা গেছে, ফেব্রুয়ারিতে চিকিৎসা নেয়ার পর খালেদা জিয়া পায়ে এবং দাঁতের সমস্যায় ভুগছেন। তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি আবার সিঙ্গাপুর যাবেন। দলের অন্য একটি সূত্রে জানায়, চলতি মাসের যে কোনো সময় চিকিৎসার জন্য খালেদা জিয়া সিঙ্গাপুর অথবা সৌদি আরব যেতে পারেন। সৌদি আরব গেলে সেখানে তিনি ওমরাও করবেন।(ডিনিউজ)
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়