Wednesday, June 12

কানাইঘাটে সুধী সমাবেশে জেলা প্রশাসক শহিদুল ইসলাম


নিজস্ব প্রতিবেদক:
 সিলেটের নবাগত জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম বলেছেন, জনসেবার মনোভাব নিয়ে সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে বাস্তবায়নে সরকারী কর্মকর্তা/কর্মচারীদের নিষ্ঠার সাথে কাজ করতে হবে। সরকারী কর্মকর্তা/কর্মচারীরা হচ্ছেন জনগণের সেবক। তাঁরা কোন দল বা গোষ্ঠীর দ্বারা পরিচালিত না হয়ে প্রজাতন্ত্রের সেবক হয়ে প্রতিটি সরকারের জনকল্যাণমূলক কর্মকান্ড বাস্তবায়ন করাই হচ্ছে প্রশাসনিক কর্মকর্তাদের কাজ। তিনি সিলেটের শান্তি-সম্প্রীতি অটুট রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন, ইসলাম ধর্ম সব সময় মধ্যমপন্থা অবলম্বন করে। ইসলাম ধর্ম কখনো সন্ত্রাসে বিশ্বাস করে না। ১৯৭১ সালে ধর্মের দোহাই দিয়ে যারা আমাদের মা বোনদের পাকহানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছিল সেসব যুদ্ধাপরাধীরা বিচারাধীন রয়েছেন। এসব বিচারের রায় ঘোষণার পর ইসলাম ধর্মের অপব্যাখ্যাকারীরা যাতে কোন বিশৃঙ্খলা ঘটতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকার আহবান জানান। জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম আজ বুধবার বিকাল সাড়ে ৩টায় কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার উন্নয়ন কার্যক্রম নিয়ে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এর আগে জেলাপ্রশাসক ২৫ ল টাকা ব্যয়ে নির্মিত কানাইঘাট মমতাজগঞ্জ বাজারের দর্পনগর ভূমি অফিসের নতুন ভবনের উদ্বোধন করেন এবং ১নং লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপি কার্যালয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক মতবিনিময় সভায় মিলিত হন। এছাড়াও তিনি ৩নং দিঘীরপার ইউনিয়নের তথ্যসেবা কেন্দ্র পরিদর্শন শেষে স্থানীয় সড়কের বাজার মসজিদের ওজুুখানার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম সোহরাব হোসেনের সভাপতিত্বে এবং কানাইঘাট সদর ইউপির চেয়ারম্যান অধ্য সিরাজুল ইসলামের পরিচালনায় প্রশাসন কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, জেলা আ’লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাক আহমদ পলাশ, উপজেলা আ’লীগের আহবায়ক পৌর মেয়র লুৎফুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাতী রাণী দাস। বক্তব্য রাখেন আ’লীগের যুগ্ম আহবায়ক রফিক আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, আ’লীগ নেতা জলাল আহমদ, ইঞ্জিনিয়ার মাহমুদ হোসেন, ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ চৌধুরী, আব্দুল মুমিন চৌধুরী, সাহাব উদ্দিন, ফয়াজ আহমদ, মুবেশ্বির আলী, পৌর আ’লীগের আহবায়ক জামাল উদ্দিন, যুগ্ম আহবায়ক কেএইচএম আব্দুল্লাহ, কানাইঘাট প্রেসকাবের সভাপতি এমএ হান্নান, সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল হক, রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক মামুন আহমদ, জেলা ছাত্রলীগ নেতা তারেক আহমদ চৌধুরী, যুব নেতা সেলিম উদ্দিন চৌধুরী প্রমুখ। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মতবিনিময়ে নেতৃবৃন্দ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা/কর্মচারীদের শূন্যপদ পূরণ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার স্বল্পতায় চিকিৎসা কার্যক্রম ব্যাহতের কথা তুলে ধরে তা পূরণের দাবী জানানোর পাশাপাশি জেলা প্রশাসক শহিদুল ইসলামের কাছে বিভিন্ন দাবী দাওয়া তুলে ধরেন। জেলা প্রশাসক কানাইঘাটকে শান্তি ও সম্প্রীতির জনপদ উল্লেখ করে এ উপজেলার বিরাজমান সমস্যা নিরসনে তাঁর প থেকে সবধরণের পদপে গ্রহণ করা হবে বলে আশ্বাস প্রদান করেন। সেই সাথে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবন নির্মাণের জন্য জেলা প্রশাসক খাস খতিয়ান থেকে ১০শতক ভূমি মুক্তিযোদ্ধা সংসদকে বরাদ্দ দেওয়ার ঘোষণা দেন। 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়