Friday, June 7

বাজেট আত্মপ্রবঞ্চনামূলক: রফিকুল

ঢাকা: ২০১৩-২০১৪ অর্থবছরের বাজেটকে ‘আত্মপ্রবঞ্চনামূলক’ ও ‘বাস্তবতা বিবর্জিত’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।

তিনি বলেন, “দেশের অর্থনীতি ও বাস্তবতার সঙ্গে এই বাজেটের কোনো মিল নেই।”

শুক্রবার প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “এ বাজেট বাস্তবতা বিবর্জিত ও বাজেটে ভোটারদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।”

দেশের সব অর্থনীতিবিদ এ বাজেটকে কাল্পনিক বাজেট হিসেবে আখ্যায়িত করেছেন বলে রফিকুল ইসলাম মিয়া মন্তব্য করেন।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভাইস চ্যান্সেলর এ এস এম ইউসুফ।

বাংলাদেশ জাতীয়তাবাদী গণতান্ত্রিক সংসদের সভাপতি শহীদ‍ুল্লাহ আজিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রফেসর ড. সুকুমার বড়ুয়া, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার আবদুস সালাম, সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান প্রমুখ।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়