Thursday, June 6

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কানাইঘাটে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উপজেলা ছাত্রলীগের বিবাদমান দুগ্রুপ সমর্থিত নেতাকর্মীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষে আজ বৃহস্পতিবার কানাইঘাট বাজার রণক্ষেত্রে পরিণত হয়। রাত সাড়ে ৮টা থেকে ৯টা
পর্যন্ত উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষে ১০ জনের বেশি আহত হন। তালতলা গ্রুপ সমর্থিত ছাত্রলীগ নেতা মারুফ আহমদের ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাংচুর করে টিলাগড় গ্রুপ সমর্থিত নেতাকর্মীরা অপরদিকে তালতলা গ্রুপের নেতাকর্মীরা টিলাগড় গ্রুপ সমর্থিত উপজেলা ছাত্রলীগের আহবায়ক গিয়াস উদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে। প্রায় আধা ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে বাজারের সমস্ত দোকান পাট বন্ধ হয়ে যায়। ফুটপাতের দোকানগুলির ব্যাপক ক্ষতি সাধিত হয়। এক পর্যায়ে টিলাগড় গ্রুপ সমর্থিত নেতাকর্মীদের প্রতিরোধের মুখে তালতলা গ্রুপ সমর্থিত উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক নাজমুল ইসলাম হারুন সমর্থিত নেতাকর্মীরা পিছু হটে বাজার থেকে চলে গিয়ে রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থান নেয়। সংঘর্ষের একপর্যায়ে কানাইঘাট থানা পুলিশ বাজারে এসে অবস্থান করতে দেখা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত টিলাগড় গ্রুপের নেতাকর্মীরা বাজার ত্রিমোহনী পয়েন্টে
অবস্থান নিয়েছে। জানা যায়, টিলাগড় ও তালতলা গ্রুপ ছাত্রলীগের দুই কর্মীর মধ্যে কথা কাটাকাটির জের ধরে উভয় গ্রুপের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ব্যাপারে থানা ছাত্রলীগের আহবায়ক গিয়াস উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, উপজেলা ইউএনও’র ইন্ধনে ছাত্রলীগের অপর গ্রুপের নেতাকর্মীরা বিনা উস্কানিতে ছাত্রলীগের নিরীহ নেতাকর্মীদের উপর হামলা চালালে প্রতিরোধের মুখে ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা পালিয়ে যায়। অপরদিকে তালতলা গ্রুপ সমর্থিত উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নাজমুল ইসলাম হারুন জানান ছাত্রলীগ কর্মী জুবায়েরকে লাঞ্চিতের ঘটনা নিয়ে ছাত্রলীগের কিছু নেতাকর্মীর মধ্যে কথা কাটাকাটি হলে তিনি থানা ছাত্রলীগের আহবায়ক গিয়াস উদ্দিনের সাথে কথা বলে জুবায়েরের আত্মীয়দের নিয়ে বিষয়টি মিমাংসা করা হয়। কিন্তু পূর্ব পরিকল্পিতভাবে টিলাগড় গ্রুপের ছাত্রলীগের নেতাকর্মীরা দক্ষিণ বাজারে এসে তাদের অতর্কিত হামলা চালায়। এখানে ইউএনওর কোন ইন্ধনের বিষয় না। এ ঘটনা নিয়ে উভয় গ্রুপের মধ্যে এখনও উত্তেজনা বিরাজ করছে। এ নিয়ে যেকোন সময় দু’গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।


শেয়ার করুন

1 comment:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়