এসময় জামায়াত শিবির ও হেফাজতে ইসলামের নেতাকর্মীদের ইঙ্গিত করে বাদশা বলেন, গত তিনমাসে রাজশাহীতে যারা নাশকতা চালিয়েছে, পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে পিটিয়ে মাথা থেতলে দিয়েছে, বোমা মেরে পুলিশের দুই হাতের কব্জি উড়িয়ে দিয়েছে, ট্রেনে আগুন দিয়েছে তার সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারনা চালাচ্ছেন বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল। এতে এ নির্বাচন হুমকির মুখে দাড়িয়েছে। নির্বাচন শান্তিপুর্ন ভাবে করতে হলে অবশ্যই পুলিশের তালিকা ভুক্ত এসব চিহ্নিত সন্ত্রাসীদের নির্বাচন থেকে সরাতে হবে, দ্রুত তাদের গ্রেপ্তার করতে হবে বলে দাবি জানান তিনি।
বদশা বলেন, হেফাজতে ইসলামের একজন নেতা তাদের প্রার্থীর উপস্থিতিতে ১৮ দলের সংবাদ সম্মেলনে নাগরিক কমিটির সমর্থীত প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনকে ধংস করে দেয়ার জন্য দোয়া করেছেন। এতে তাদের মেয়র প্রার্থী লিটনের জীবন হুমকির মূখে পড়েছে বলেও অভিযোগ করেন তিনি। হেফাজতের ওই নেতাকেও দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।
এছাড়াও শিশুদের নির্বাচনী কাজে ব্যবহার, নিয়ম অমান্যকে মিছিল করা ও শতাধিক নির্বাচন ক্যাম্প তৈরীর অভিযোগ করেন সাংসদ বাদশা। এসব ব্যাপারে রিটানিং অফিসারকে লিখিত অভিযোগ করা হয়েছে বলেও তিনি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শাহরিয়ার আলম, মহানগর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শফিকুর রহমান বাদশা, নাগরিক কমিটির সদস্য সচিব সৈয়দ শাফিকুল আলম। (ডিনিউজ)
খবর বিভাগঃ
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়