ঢাকা : বিচারক বরখাস্ত ও গৃহবন্দী করে রাখার মামলায় জামিন পেলেন পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মুশারফ। পাঁচ লাখ রুপি জামানতের বিনিময়ে, মঙ্গলবার মুশারফের জামিন মঞ্জুর করেছে দেশটির সর্বোচ্চ আদালত।
দুই হাজার সাত সালে, জরুরী অবস্থা জারি করে, সুপ্রিম কোর্টের ষাট জন বিচারককে বরখাস্ত করেন মুশারফ। সাবেক সেনাশাসকের নির্দেশে, বিচারকদের গৃহবন্দী করে রাখা হয়। দুই বছর পর, মুশারফের বিরুদ্ধে মামলা করেন চৌধুরি মোহাম্মদ আসলাম ঘাম্মাম নামের এক আইনজীবী। এদিকে, এক বেলুচ নেতা হত্যা মামলায় করা মুশারফের জামিন আবেদন নাকচ করেছে কোয়েটার আদালত।(ডিনিউজ)
দুই হাজার সাত সালে, জরুরী অবস্থা জারি করে, সুপ্রিম কোর্টের ষাট জন বিচারককে বরখাস্ত করেন মুশারফ। সাবেক সেনাশাসকের নির্দেশে, বিচারকদের গৃহবন্দী করে রাখা হয়। দুই বছর পর, মুশারফের বিরুদ্ধে মামলা করেন চৌধুরি মোহাম্মদ আসলাম ঘাম্মাম নামের এক আইনজীবী। এদিকে, এক বেলুচ নেতা হত্যা মামলায় করা মুশারফের জামিন আবেদন নাকচ করেছে কোয়েটার আদালত।(ডিনিউজ)
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়