Friday, June 7

কানাইঘাটে জাল দলিল সৃষ্টিকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
সরকারী সিলমোহর ও তসদিক অফিসারের স্বার জাল করে চলমান জরিপের তসদিককৃত পরচায় প্রকৃত মালিকের নাম আড়াল করে জাল পরচা সৃষ্টির মাধ্যমে কানাইঘাট সাবরেজিষ্টারী অফিসে দলিল রেজিষ্টারী করায় কানাইঘাটে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি মাসুক আহমদ (৩৩) সে শিবনগর গ্রামের নূরুল হকের পুত্র। মামলার বিবরণে জানা যায়, একই সাকিনের মাসুক আহমদ ও তার অপর সহযোগীরা শরীফজান বিবি ও মুজম্মিল আলীর নামীয় শিবনগর মৌজাস্থিত জে এল নং-১৪৬, বিএস খতিয়ান-৪৮২, বিএস-১০৮৮ দাগে ০৬ শতক ভূমি পরচা জালিয়াতির মাধ্যমে বিগত ২৯ এপ্রিল ২০১৩ইং তারিখে কানাইঘাট সাবরেজিষ্টারী অফিসে একটি জাল দলিল (নং-২২৮০) রেজিষ্টারী করেন। উক্ত দলিল সৃষ্টির পর বর্ণিত জমির উপর নির্মিত আবুযর জামাল উদ্দিনের রাইছ মিলের ভাড়া দিতে মাসুক ও বশির আহমদ অস্বীকার করে এবং উক্ত ভূমি তাদের নিজের বলে দাবী করে। এ ঘটনায় আবুযর জামাল উদ্দিন গত ২ জুন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ২নং আদালত সিলেটে মাসুক আহমদসহ অপর ৫ জনের বিরুদ্ধে জাল-জালিয়াতির অভিযোগ এনে একটি দরখাস্ত মামলা (নং-৯১) দায়ের করেন। বিজ্ঞ আদালত তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য কানাইঘাট থানা পুলিশকে নির্দেশ দেন। থানা পুলিশ সরজমিন তদন্তে ঘটনার সত্যতা পেয়ে অভিযোগটি এফআইআর হিসেবে গণ্য করে থানায় একটি মামলা (নং-০৭) ০৬/০৬/১৩) রুজু করেন।  এরই প্রেক্ষিতে আজ শুক্রবার মামলার ১নং আসামী মাসুক আহমদ (৩৩) কে কানাইঘাট বাজার থেকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ধৃত আসামীকে আগামীকাল আদালতে সোপর্দ করা হবে। 

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়