Friday, June 7

জামিনে মুক্ত বিএনপি নেতা রিজভী-জাহিদ


ঢাকা : বিএনপির যুগ্ন মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদ জামিনে মুক্তি পেয়েছেন।

শুক্রবার দুপুরে গাজীপুরের কাশিমপুর-২ কারাগার থেকে রিজভী ও ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ডা. জাহিদ মুক্তি লাভ করেন।

উল্লেখ্য, গত ১১ মার্চ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পরিচালিত পুলিশি অভিযানে বিএনপির অন্যান্য শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে আটক হন দলের যুগ্ন-মহাসচিব ও পেশাজীবী সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) শীর্ষ এ নেতা।

বৃহস্পতিবার জামিনের সব কাগজপত্র জেল কর্তৃপক্ষের কাছে পৌছানোর পরও গতকাল জেলগেটে এনেও তাদের মুক্তি আটকে দেয়া হয়। অবশ্য যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া তাদের গ্রেপ্তার বা হয়রানি না করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়