Sunday, June 9

বিরোধীদল বিডিআর বিদ্রোহের ঘটনা সরকারের ওপর চাপিয়ে দিচ্ছে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেন, বিডিআর বিদ্রোহের আগে যারা সমঝোতার জন্য এসেছিলেন তারা বিএনপির সমর্থক ও কর্মী।

রোববার জাতীয় সংসদে সম্পূরক বাজেট আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, বিরোধীদল বিডিআর বিদ্রোহের ঘটনা সরকারের ওপর চাপিয়ে বিডিয়ারকে উস্কানি দিচ্ছে। বিডিআর বিদ্রোহের আগে যারা এসেছিলেন তারা বিএনপির সমর্থক ও কর্মী। তাদের গ্রেপ্তারের পর সত্য ঘটনা বেরিয়ে এসেছে।

বিএনপির সংসদ সদস্য রেহানা আক্তার রানুর বক্তব্যের জাবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিরোধীদলীয় সাংসদ বেগম রেহানা আমার বিরুদ্ধে চারশ কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলেছেন। বলে আমি এই টাকা দিয়ে ব্যাংক প্রতিষ্ঠা করেছি। মূলত আমি ওই ব্যাংকের মালিক নই। আমি বিনিয়োগ করে ব্যাংক করিনি’।

এ ছাড়া মন্ত্রী তার দীর্ঘ বক্তৃতায় দেশে বিভিন্ন নদীর ওপর সেতু নির্মাণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের চিত্র তুলে ধরেন।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়