কানাইঘাট উপজেলা আ’লীগের সিনিয়র সদস্য ওলিউর রহমানকে ছুরিকাহত করেছে দুর্বৃত্তরা।
রোববার বেলা সোয়া ২টায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, আহত ওলিউর কানাইঘাট থেকে সিএনজি অটোরিকশা যোগে সিলেটে আসার পথে খাদিম বাইপাস এলাকায় সিএনজি অটোরিক্সা থেকে নামিয়ে একদল দুর্বৃত্ত তাকে ছুরিকাহত করে।
আহত ওলিউর রহমান উপজেলার গাছবাড়ি এলাকার নারায়নপুর গ্রামের বাসিন্দা। সঙ্গে থাকা তার চাচাতো ভাই মোস্তাক আহামদ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
হামলাকারীরা তাকে ধাওয়া করে ধারালো দা দিয়ে আঘাত করে দ্রুত স্থান ত্যাগ করে চলে যায়।
খবর বিভাগঃ
অপরাধ বার্তা
প্রতিদিনের কানাইঘাট
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়