Sunday, June 2

আ’লীগ নেতা ওলিউর রহমানের উপর হামলাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবী


নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলা আ’লীগের সিনিয়র সদস্য ওলিউর রহমানের উপর হামলাকারী ঘাতক চক্রকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করা না হলে কানাইঘাট জুড়ে যে আন্দোলন দাবানল ছড়িয়ে পড়বে তা প্রশাসন সামাল দিতে পারবে না বলে আ’লীগ নেতৃবৃন্দ হুশিয়ারি উচ্চারন করেন। বিবৃতি দাতারা হলেন উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইউপি চেয়ারম্যান অধ্য সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক যথাক্রমে রফিক আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, অধ্যাপক লোকমান হোসেন, এড. আব্দুস সাত্তার, এড. মামুন রশিদ, পৌর আ’লীগের আহ্বায়ক জামাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক, কেএইচএম আব্দুল্লাহ, নাছির আহমদ, খলিলুর রহমান, বানু লাল দাস, সাহেদ আহমদ, নাজমুল ইসলাম হারুন, উপজেলা বঙ্গবন্ধু আদর্শ বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক জিএম হায়দার, কানাইঘাট নাগরিক পরিষদের আহ্বায়ক সিরাজুল ইসলাম খোকন, সদস্য সচিব আব্দুল্লাহ আল মুমিন প্রমুখ। 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়