মানিকগঞ্জ : আগামী ১৫ জুন থেকে দেশের সব মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা, হাটবাজার উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার ঢাকা-আরিচা সড়কের জাগির সেতুর রেলিং ও ফুটপাত নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, মানিকগঞ্জের সাটুরিয়া সড়কে ২১ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৬টি সেতু। তিনি আরও বলেন, ঢাকা-আরিচা মহাসড়কে বিআরটিসির ৪০টি দ্বিতল বাস চালু নিয়ে সৃষ্ট জটিলতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘পরিবহন মালিকদের আভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে নতুন বাস সার্ভিস চালু করা সম্ভব হয়নি। পরবর্তীতে পরিবহন মালিকদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য জাহিদ মালেক স্বপন, জেলা পরিষদের প্রশাসক গোলাম মহিউদ্দিন, জেলা প্রশাসক মাসুদ করিম, পুলিশ সুপার বিধান ত্রিপুরাসহ সড়ক ও জনপদ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।(ডিনিউজ)
শনিবার ঢাকা-আরিচা সড়কের জাগির সেতুর রেলিং ও ফুটপাত নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, মানিকগঞ্জের সাটুরিয়া সড়কে ২১ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৬টি সেতু। তিনি আরও বলেন, ঢাকা-আরিচা মহাসড়কে বিআরটিসির ৪০টি দ্বিতল বাস চালু নিয়ে সৃষ্ট জটিলতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘পরিবহন মালিকদের আভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে নতুন বাস সার্ভিস চালু করা সম্ভব হয়নি। পরবর্তীতে পরিবহন মালিকদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য জাহিদ মালেক স্বপন, জেলা পরিষদের প্রশাসক গোলাম মহিউদ্দিন, জেলা প্রশাসক মাসুদ করিম, পুলিশ সুপার বিধান ত্রিপুরাসহ সড়ক ও জনপদ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।(ডিনিউজ)
খবর বিভাগঃ
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়