ঢাকা: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে বিরোধীদলীয় চিফ হুইপের দায়িত্ব দেয়া হয়েছে। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে জয়নাল আবদিন ফারুক স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা জানান হয়েছে।
সূত্রে জানা গেছে, চিকিৎসার জন্য জয়নুল আবদিন ফারুককে দেশের বাইরে থাকতে হবে। এ সময়ে শহিদ উদ্দীন চৌধুরী বিরোধীদলীয় চিফ হুইপের দায়িত্ব পালন করবেন।
তবে বিএনপি একটি সূত্র জানায়, জয়নুল আবদিন ফারুককে নিয়ে সম্প্রতি সময়ে যে বির্তক উঠেছে তার ভিত্তিতে দল এ সিদ্ধান্ত নিয়েছে।
যোগাযোগ করা হলে শহীদ উদ্দীন চৌধুরী বলেন, বর্তমানে সংসদে বাজেট অধিবেশন চলছে। এমন গুরুত্বপূর্ণ সময়ে দলের চেয়ারপারসন আমার প্রতি যে আস্থা রেখেছেন তার জন্য আমি কৃতজ্ঞ। সঠিকভাবে দায়িত্বপালনে আমি সর্বাত্মক চেষ্টা করব। সংসদে গণতান্ত্রিক উপায়ে বিরোধীদলের দাবি আদায়ে কাজ করব।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুর আসন থেকে দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি ছাত্রদলের সভাপতি ছিলেন। বর্তমানে তিনি বিএনপি কেন্দ্রীয় কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বপালন করছেন।(ডিনিউজ)
খবর বিভাগঃ
বিশেষ খবর
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়