Monday, June 3

প্রথম দিনেই ওয়াক আউট করলো বিএনপি


ঢাকা : নবম জাতীয় সংসদের সর্ব শেষ বাজেট অধিবেশনে যোগ দিলেও রাত্রি ৭.৫৫ মিনিটে ব্যারিষ্টার মওদুদ আহম্মেদ পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে শুরু করেন।কিন্তু তার বক্তব্যর শেষ পর্যায়ে সভা সমাবেশ নিষিদ্ধের ব্যাপারে সরাষ্ট্রমন্ত্রীর মৌখিক আদেশের নিন্দা প্রকাশ করে তার নেতৃত্বে সংসদ সদস্যরা রাত ৮.১০ মিনিটে সংসদ থেকে বের হয়ে যান।

তবে বিএনপির এ ওয়াকআউটের বিরোধিতা করে আওয়ামী লীগের সিনিয়র সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেন, “তাদের এ ওয়াকআউটের মাধ্যমে এটাই প্রমাণিত হয়েছে যে, তারা বেতন-ভাতা রক্ষা করার জন্য ও সদস্য পদ রাখার জন্যই সংসদে এসেছিলেন।”

প্রশ্নোত্তর পর্ব শেষ হলে পয়েন্ট অব অর্ডারে মওদুদ আহমেদ বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী গত ১৯ মে চট্টগ্রামের মীরেরসরাইতে ঘোষণা দিয়েছিলেন, রাজধানীতে আগামী এক মাস কোনো সভা সমাবেশ বা মিছিল করতে দেয়া হবে না।”

এ ঘোষণাকে অনৈতিক, বেআইনি ও অসাংবিধানিক উল্লেখ করে তিনি বলেন, “এটা কি গণতন্ত্র, নাকি স্বৈরতন্ত্র?”

মওদুদ বলেন, “বর্তমান সরকার নিজেদের গণতান্ত্রিক সরকার বলে দাবি করে। আপনিও (স্পিকার) সুন্দরভাবে গণতন্ত্রের কথা বলেছেন। আইনের শাসনের কথা বলেছেন। খুবই ভালো লেগেছে। কিন্তু বাস্তবের সঙ্গে আমরা এর কোনো মিল দেখি না।”

তিনি বলেন, “বিএনপি দেশের সর্ববৃহৎ দল। এ দলকে যদি সভা সমাবেশ বা মিছিল করতে না দেয়া হয়, তাহলে দেশে গণতন্ত্র আছে বলে আমরা মনে করি না। দেশের মানুষও তা মনে করে না।”

স্বরাষ্ট্রমন্ত্রীর ওই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, “আইন করে অথবা একমাত্র জরুরি আইন জারি করেই সভা সমাবেশ করে করা যায়। তাহলে কি ধরে নেব, একটা অঘোষিত জরুরি আইন মুখের কথায় চালু হয়ে গেছে?”

স্বরাষ্ট্রমন্ত্রীর ওই বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে ওয়াকআউট করার ঘোষণা দেন এবং বিরোধী দলের সদস্যরা সংসদ থেকে বেরিয়ে যান।(কে এস সোহাগ খাঁন
,ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়