Monday, June 3

২৬ জুন মওদুদ-আব্বাসসহ ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ শুনানি

ঢাকা : রাজধানীর পল্টন থানার দ্রুতবিচার আইনে দায়ের করা একটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাসসহ ৪১ জন নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ শুনানির জন্য ২৬ জুন দিন ধার্য করেছেন আদালত।

ঢাকার দ্রুত বিচার-৬-এর ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মাহমুদ আদনান এই দিন ধার্য করেন।

সোমবার এই মামলার চার্জ শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু ব্যারিস্টার মওদুদ আহামদ, মির্জা আব্বাস, বরকত উল্লাহ বুলু, গয়েশ্বর চন্দ্র রায়, মোয়াজ্জেম হোসেন আলাল, আমানউল্লাহ আমানসহ সাতজনের পক্ষে সময়ের আবেদন করেন তাদের আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।

এই মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়; যুগ্ম সম্পাদক আমানউল্লাহ আমান,  যুগ্ম সম্পাদক বরকতউল্লাহ বুলু, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, সেক্রেটারি সাইফুল আলম নীরব, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু, ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাহউদ্দিন আহমেদ টুকু, আজিজুল বারী হেলাল, শিবিরের সভাপতি দোলোয়ার হোসেইন সাইদী প্রমুখ।

আসামিদের বিরুদ্ধে গত ৬ মার্চ বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে গাড়ি ভাঙচুর ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে ৪৪ জনকে আসামি করে মামলাটি করা হয়।  

পল্টন থানার এসআই মশিউর রহমান ঘটনা তদন্ত করে গত ১৯ মার্চ ৪১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়