ঢাকা : ব্যক্তি নয় জনগণই সকল ক্ষমতার উৎস। আল্লাহ তায়ালার ইচ্ছায় “জনগণের আদালতে" ষড়যন্ত্রের রাজনীতি ও অপকর্মের বিচার শুরু হয়েছে বলে দাবি করেছেন ক্ষমতাসীন দল আ'লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান মোহাম্মদ মনসুর।
শনিবার অনুষ্ঠিত দেশের ৪টি সিটি কর্পোরেশনের নির্বাচনে ক্ষমতাসীনদের শোচনীয় পরাজয়ে এক ফেসবুক প্রতিক্রিয়ায় এ কথা বলেন।
তিনি দাবি করেছেন, নির্বাচনে জনগণের মতামত ও ক্ষোভের প্রকাশ ঘটেছে। জনমতের বিজয় হয়েছে।
বিপুল ভোটে যারা মেয়র ও কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তাদের সবাইকে তিনি ব্যক্তিগত ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাও জানিয়েছেন। পাশাপাশি এই নির্বাচনে ভোটার, মেয়র, ও কাউন্সিলর প্রার্থীসহ নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকল প্রশাসনিক কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বরত সকল সদস্যকেও যতাযত দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানান তিনি।
সুলতান মোহাম্মদ মনসুর বলেন, একজন রাজনৈতিক কর্মী হিসাবে বঙ্গবন্ধু অনুসারী, দেশ প্রেমিক, ত্যাগি ও গণন্ত্রাতিক সচেতন জনগণকে আগামীতে দল নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশ প্রেমিক ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষে আরো সচেতন, সংগঠিত এবং প্রস্তুতি গ্রহণের আহবান জানাচ্ছি। সত্যের জয় অবশ্যম্ভাবী।(ডিনিউজ)
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়