ঢাকা : বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া আদালতে হাজির না হওয়ায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে।
রোববার দুপুরে ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোজাম্মেল হক এ দুটি মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন পিছিয়ে আগামী ২১ জুলাই পুনর্নির্ধারণ করেছেন।
রোববার শুনানির দিন ধার্য থাকলেও আদালতে যাননি খালেদা জিয়া। তার আইনজীবী মাহবুব উদ্দিন খোকন আদালতকে জানান, সংসদ অধিবেশন থাকায় তিনি (খালেদা জিয়া) আদালতে হাজির হতে পারেননি।
জিয়া অরফানেজ ট্রাস্টে অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা দায়ের করে।
এতিমদের সহায়তার জন্য একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় এ মামলায়।(ডিনিউজ)
রোববার দুপুরে ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোজাম্মেল হক এ দুটি মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন পিছিয়ে আগামী ২১ জুলাই পুনর্নির্ধারণ করেছেন।
রোববার শুনানির দিন ধার্য থাকলেও আদালতে যাননি খালেদা জিয়া। তার আইনজীবী মাহবুব উদ্দিন খোকন আদালতকে জানান, সংসদ অধিবেশন থাকায় তিনি (খালেদা জিয়া) আদালতে হাজির হতে পারেননি।
জিয়া অরফানেজ ট্রাস্টে অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা দায়ের করে।
এতিমদের সহায়তার জন্য একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় এ মামলায়।(ডিনিউজ)
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়