Wednesday, June 12

উপ নির্বাচন: নাঙ্গলকোটে কাইয়ুম, বুড়িচংয়ে কবির বিজয়ী

কুমিল্লা: বুধবার বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ হল কুমিল্লার দুই উপজেলার উপ নির্বাচন। বুড়িচং উপজেলার মোকাম ইউপির ৮নং ওয়ার্ডের সাধারণ আসনের উপ নির্বাচন ২০১৩ অনুষ্ঠিত হয়েছে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সকাল ৮টায় শুরু  হয়ে বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। ৩ হাজার ৯শত ২৫ জন ভোটারের মধ্যে ২৮শত ১২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ নির্বাচনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। ফলাফলে ১২ শত ৫১ ভোট পেয়ে বেসরকারিভাবে মেম্বার পদে টিউবঅয়েল প্রতীক নিয়ে বিজয়ী হয় মো. এম আর কবির। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল ওহাব মোরগ প্রতীক নিয়ে ৮ শত ভোট পেয়ে দ্বিতীয় হয়। অপর প্রার্থী মো. আব্দুল খালেক ফুটবল প্রতীক নিয়ে ৭ শত ৩৯ ভোট পেয়ে তৃতীয় হয়। 
নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আলী  আশরাফ ভূইয়া, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী মাহমুদ আকন্দ, বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা খোরশেদ আলম খান, উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদ। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জেড এম মিজানুর রহমান। আইন শৃঙ্খলার দায়িত্বে ছিলেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কামরুজ্জামান শিকদার সহ সঙ্গীয় ফোর্স।
অন্যদিকে নাঙ্গলকোটের সাতবাড়িয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার অনুষ্ঠিত নির্বাচনে ৩ জন প্রার্থী প্রতিদন্দ্বীতা করেন। এতে মোহাম্মাদ আলী কাইয়ুম মোরগ মার্কায় ২৭৮ ভোট পেয়ে জয় লাভ করে। উল্লেখ্য, ওই ওয়ার্ডের সদস্য রফিক মিয়ার মৃত্যুতে ইউপি সদস্য শূন্যপদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়