Thursday, August 30

মনোনয়ন যুদ্ধে বিএনপির তিন নেতা

কাওছার আহমদ:

জাতীয় নির্বাচনের দেড় বছর বাকি থাকলেও এর মধ্যে কানাইঘাটে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। তত্ত্বাবধায়ক ইস্যুতে দলীয়ভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে বিএনপি দোটানায় থাকলেও সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে বিএনপি’র তিন নেতা ইতিমধ্যে শুরু করে দিয়েছেন প্রচার প্রচারণা। পাশাপাশি মনোনয়ন যুদ্ধে নেমে পড়েছেন। সিলেটের ৬টি আসনের মধ্যে এবার সিলেট-৫ আসনে আলোচনা রয়েছে সম্ভাব্য নতুন মুখ। নিজ নিজ নির্বাচনী এলাকায় নিয়মিত সভা সমাবেশ, মত বিনিময় করে তারা জনসমর্থন আদায়েরও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সিলেট-৫ আসনে গত জাতীয় সংসদ নির্বাচনে জোটের মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দিতা করেছেন জামায়াতের প্রার্থী অধ্য মাওঃ ফরিদ উদ্দিন চৌধুরী। যুদ্ধাপরাধের অভিযোগ থাকায় ভরাডুবি ঘটে ফরিদ চৌধুরীর। এখনো যুদ্ধাপরাধের কলংকের বোঝা মাথায় নিয়ে ঘুরছেন। এই আসনটি পুনরুদ্ধার করতে আগেবাগেই মাঠে নেমেছেন কানাইঘাট উপজেলা বিএনপি’র সভাপতি ও চাকসুর সাবেক আপ্যায়ন সম্পাদক মামুনুর রশিদ। তিনি এবার মনোনয়ন পত্র মাঠে চষিয়ে বেড়াচ্ছেন। তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করা, ইলিয়াস আলীর সন্ধান ও সরকার বিরোধী আন্দোলন চাঙ্গা করতে দীর্ঘদিন ধরে এলাকায় কাজ করে যাচ্ছেন। এছাড়াও এ আসনে সক্রিয় রয়েছেন কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা বিএনপি নেতা আশিক উদ্দিন চৌধুরী ও সাবেক সংসদ সদস্য আব্দুল কাহির চৌধুরী। তারা উভয়ই মনোনয়ন পেতে এলাকায় বিভিন্ন কর্মসূচীতে অংশ নিচ্ছেন। মনোনয়ন প্রত্যাশী কানাইঘাট উপজেলা বিএনপি’র সভাপতি মামুনুর রশিদ বলেন জোটের হারানো আসন পুনরুদ্ধার করতে দীর্ঘদিন ধরে এলাকায় শহীদ জিয়ার ১৯দফা কর্মসূচী নিয়ে জনগণের সাথে কাজ করছি। আমার বিশ্বাস দলের হাই কমান্ড নেতাকর্মীদের লালিত স্বপ্ন বাস্তবায়নে সু-নজর দিবেন। উপজেলা চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, এই এলাকায় বড় বড় যত উন্নয়নমূলক কর্মকান্ড হয়েছে তা গত চারদলীয় জোট সরকারের আমলে বিএনপি’র সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আবুল হারিছ চৌধুরীর মাধ্যমেই হয়েছে। এই আসনে বিএনপি’র প্রার্থী যে ই হবে তার পে নিরলসভাবে কাজ করব। এলাকায় কিন ম্যান হিসেবে পরিচিত সাবেক এমপি আব্দুল কাহির চৌধুরী বলেন, ১৯৯৬সালে বিএনপি’র প্রার্থী হয়ে এই আসন থেকে নির্বাচিত হয়েছি। বিএনপির অসমাপ্ত কাজগুলো পূরণ করার জন্য আবারো জনগণের প্রতিনিধি হতে চাই।

শেয়ার করুন

6 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়