নিজস্ব প্রতিবেদক::
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে বিএনপি সমমনা জোট মনোনীত প্রার্থী, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেছেন, পিছিয়ে পড়া কানাইঘাট-জকিগঞ্জের সার্বিক উন্নয়নে তিনি কাজ করতে চান।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ৯টায় কানাইঘাট প্রেসক্লাব কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, ইতোমধ্যে বিএনপি সমমনা জোটের পক্ষ থেকে তাকে সিলেট-৫ আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি মেনে তিনি বিএনপি ও জোটের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জকিগঞ্জ ও কানাইঘাটের সর্বস্তরের ভোটারদের সাথে মতবিনিময়, উঠান বৈঠক ও সভা করে যাচ্ছেন। যেখানে যাচ্ছেন, সেখানেই তিনি মানুষের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা পাচ্ছেন বলে জানান।
তিনি বলেন, কানাইঘাট-জকিগঞ্জ একটি অনুন্নত ও সবদিক থেকে পিছিয়ে পড়া জনপদ। বিগত সময়ে এ অঞ্চলে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। ফলে প্রধান সড়কগুলোসহ গ্রামীণ রাস্তা-ঘাটের অবস্থা অত্যন্ত নাজুক। সুরমা, কুশিয়ারা ও লোভা নদীর ভাঙনে বহু মানুষের বসতভিটা ও ফসলি জমি বিলীন হয়ে যাচ্ছে। অনেক এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান নেই, আর যেগুলো আছে সেগুলোর বেশিরভাগই জরাজীর্ণ। ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান না থাকায় কর্মসংস্থানের তীব্র সংকট রয়েছে।
তিনি আরও বলেন, এ জনপদের মানুষের ভোটে নির্বাচিত হলে এসব সমস্যার সমাধানে তিনি অগ্রাধিকারভিত্তিতে কাজ করবেন এবং কানাইঘাট ও জকিগঞ্জকে একটি আধুনিক ও উন্নত জনপদে রূপান্তরিত করবেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, ইসলামের হেফাজতের স্বার্থেই জমিয়তে উলামায়ে ইসলাম বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়েছে। বিএনপি সবসময় আলেম-উলামাদের সম্মান দিয়ে আসছে। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ গঠনে সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করেছেন। জনগণের সমর্থনে ইনশাআল্লাহ বিএনপি জোট সরকার গঠন করবে।
তিনি কানাইঘাট-জকিগঞ্জের উন্নয়নের স্বার্থে সর্বস্তরের ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ধানের শীষ প্রতীককে খেজুরগাছ প্রতীক মনে করে জোটের প্রার্থীকে ভোট দিন। একই সঙ্গে তিনি নির্বাচনী কার্যক্রমে স্থানীয় সাংবাদিক ও প্রেসক্লাব নেতৃবৃন্দের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুন রশিদ মামুনসহ নেতৃবৃন্দ বলে ন, জোটের সিদ্ধান্ত অনুযায়ী মাওলানা উবায়দুল্লাহ ফারুককে প্রার্থী করা হয়েছে। দল ও দেশের স্বার্থে বিএনপির নেতাকর্মীরা ধানের শীষের প্রার্থী হিসেবে তাকে বিবেচনা করে জমিয়তের খেজুরগাছ প্রতীকে ভোট দেবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলামের সহকারী সেক্রেটারি মাওলানা জয়নুল আবেদীন, কেন্দ্রীয় নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন, আলমাছ চৌধুরী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাস্টার সাজ উদ্দিন সাজু, পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা জমিয়তের সভাপতি মুফতি মাওলানা এবাদুর রহমান, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আলতাফ হোসেনসহ বিএনপি ও জমিয়তের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়