নিজস্ব প্রতিবেদক ::
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতীয় পার্টি (জাপা) ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন কানাইঘাট উপজেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক ও ঝিঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য আব্দুল কাদির।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের হরসিং মাটি গ্রামে সিলেট-৫ (কানাইঘাট–জকিগঞ্জ) আসনে বিএনপি সমমনা জোটের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুকের খেজুরগাছ প্রতীকের সমর্থনে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি বিএনপিতে যোগদান করেন।
এ সময় কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ মামুনের উপস্থিতিতে আব্দুল কাদিরকে ফুলের মালা পরিয়ে দলে বরণ করে নেন বিএনপির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আহমদ সুলেমান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিনসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
বিএনপিতে যোগদান শেষে আব্দুল কাদির বলেন, “দেশের বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র রক্ষার স্বার্থে বিএনপির পতাকাতলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে আগামীর বাংলাদেশ শান্তি, গণতন্ত্র ও সমৃদ্ধির প্রতীক হবে,এই প্রত্যাশা করি।”
উল্লেখ্য, আব্দুল কাদির ঝিঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়