Tuesday, January 20

আলোর অন্বেষণ আয়োজিত ষষ্ঠ বইমেলায় সাহিত্য পদক পেলেন শামসীর হারুনুর রশীদ


নিজস্ব প্রতিবেদক ::

সিলেটের সাড়া জাগানো সাহিত্য ও সংস্কৃতি সংগঠন আলোর অন্বেষণ-এর উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বইমেলার মঞ্চে ‘সাহিত্য পদক’ লাভ করেছেন প্রাবন্ধিক মাওলানা শামসীর হারুনুর রশীদ। কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ প্রাঙ্গণে আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। প্রাপ্ত সাহিত্য পদকটি শামসীর হারুনুর রশীদ নিজ জন্মভূমি কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়ন এবং কর্মস্থল সিলেট মহানগরীর ৩৮ নং ওয়ার্ড শেখপাড়াবাসীর প্রতি উৎসর্গ করেন।

পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদক তুলে দেন ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খান। যিনি বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সহকর্মী হিসেবে পরিচিত।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কবি ও শিক্ষাবিদ লে. কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক, দৈনিক সুরমা মেইলের প্রধান সম্পাদক ও কথাসাহিত্যিক সেলিম আউয়াল, যমুনা অয়েল কোম্পানির পরিচালক, কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরু, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের পরিচালক মোঃ কাপ্তান হোসেন, দৈনিক প্রথম আলো পত্রিকার সিলেট ব্যুরো প্রধান ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক-সাংবাদিক সুমন কুমার দাস, আলোর অন্বেষণের সভাপতি, লেখক ও সংগঠক সাজন আহমদ সাজু, সহ সাহিত্য ও সাংবাদিকতা অঙ্গনের বিশিষ্টজনরা।

অনুষ্ঠানে শতাধিক কবি, সাহিত্যিক, লেখক ও সাংবাদিকের উপস্থিতি বইমেলাকে করে তোলে প্রাণবন্ত ও উৎসবমুখর।

পদকপ্রাপ্তির অনুভূতি প্রকাশ করে শামসীর হারুনুর রশীদ বলেন,“এই সম্মান আমাকে আরও দায়িত্বশীল করেছে। সকলের দোয়া ও ভালোবাসায় ভবিষ্যতে সাহিত্য ও সমাজের জন্য আরও ভালো কিছু করার প্রেরণা পেলাম।” তিনি এ সম্মাননা প্রদানকারী আলোর অন্বেষণসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানান এবং ভবিষ্যৎ পথচলায় সবার দোয়া কামনা করেন।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়