Saturday, January 17

জকিগঞ্জ–কানাইঘাটের ৭৭৯ শিক্ষার্থী পেলেন ‘ফাহিম আল চৌধুরী ট্রাস্ট’র বৃত্তি


কানাইঘাট নিউজ ডেস্ক:

সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলায় শিক্ষার প্রসারে ধারাবাহিক ও ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ফাহিম আল চৌধুরী ট্রাস্ট। ট্রাস্টের আয়োজনে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ৩৪২টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৭৭৯ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে মেধা বৃত্তি বিতরণ করা হয়েছে। 

প্রতি বছরের মতো ২০২৫ সালের নভেম্বর মাসে বৃহৎ পরিসরে বৃত্তি পরীক্ষার আয়োজনের পর শনিবার জকিগঞ্জ উপজেলার মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বৃত্তির অর্থ বিতরণ করা হয়। ‎বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা, শিক্ষানুরাগী, বিজনেস আইকন ও বিপিএল সিলেট দলের উপদেষ্টা ফাহিম আল চৌধুরী। এ সময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হয়ে ভবিষ্যৎ গড়ার আহ্বান জানান। ‎বৃত্তির অর্থের পাশাপাশি প্রতি শ্রেণিতে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত তিনজন করে মোট ২৪ জন শিক্ষার্থীকে কম্পিউটার ট্যাব প্রদান করা হয়। এছাড়া শিক্ষার্থীদের অভিভাবকদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। 

ট্রাস্টের পক্ষ থেকে প্রাথমিক পর্যায়ের ১০টি ও মাধ্যমিক পর্যায়ের ১০টি শিক্ষা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে বিশেষ পুরস্কার প্রদান করা হয়, যা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ‎এবারের বৃত্তি আয়োজনের একটি উল্লেখযোগ্য দিক হলো অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য সম্মাননা ভাতা প্রদান। ট্রাস্টের প্রতিশ্রুতি অনুযায়ী ২০২৫ সালে অবসরে যাওয়া জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার ১৪ জন শিক্ষক ও কর্মচারীকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। বেসরকারি উদ্যোগে এ ধরনের পেনশন স্কিম এলাকাবাসীর কাছে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। 

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ফাহিম আল চৌধুরী বলেন, শিক্ষা ও মানবিক উন্নয়নই তাঁর ধ্যান–জ্ঞান। তিনি বলেন, “আমার লক্ষ্য হচ্ছে এলাকাকে এগিয়ে নেওয়া। সম্মানবোধ থেকেই আমরা প্রথমবারের মতো ট্রাস্টের মাধ্যমে পেনশন স্কিম চালু করেছি।” শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘জীবনে সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ না করলে সাফল্য অর্জন করা সম্ভব নয়। নিজের সাফল্যের পেছনে মায়ের দোয়া ও পরিবারের অবদানের কথাও তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।’ ‎ট্রাস্টের সহ-সভাপতি এটিএম সেলিম চৌধুরীর সভাপতিত্বে এবং সুপ্রকান্তি দাশের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়, ১০০ নম্বরের ভিত্তিতে বৃত্তি প্রদান করা হয়েছে। ৮০ ও তদূর্ধ্ব নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীরা এককালীন ২ হাজার ৫শ টাকা, ৭০ থেকে ৭৯ নম্বরপ্রাপ্তরা ২ হাজার টাকা এবং ৬০ থেকে ৬৯ নম্বরপ্রাপ্তরা ১ হাজার ৫শ টাকা করে বৃত্তি পেয়েছে। ‎উল্লেখ্য, শিক্ষা, মানবসেবা ও উন্নয়নে ব্রতী ফাহিম আল চৌধুরী ট্রাস্ট গত বছরের ২১ ও ২২ নভেম্বর দুই দিনব্যাপী মেধা বৃত্তি পরীক্ষা–২০২৫ আয়োজন করে। এতে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী অংশ নেয়। প্রথম দিনে প্রাথমিক পর্যায়ের ২৫৪টি স্কুল এবং দ্বিতীয় দিনে মাধ্যমিক পর্যায়ের ৯৮টি স্কুলের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে। 

‎বৃত্তি বিতরণ উপলক্ষে মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয় এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। কয়েক হাজার শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন পেশার মানুষের উপস্থিতিতে পুরো প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের মেধার স্বীকৃতি পেয়ে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করে। ‎ ‎ট্রাস্টের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্যপ্রবাসী ফাহিম আল ইছহাক চৌধুরী ২০০২ সাল থেকে ব্যক্তিগত উদ্যোগে জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার শিক্ষা, মানবিক সেবা, উন্নয়ন এবং ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষণাবেক্ষণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রবাসে অবস্থান করলেও এলাকার মানুষের প্রতি তাঁর দায়বদ্ধতা ও ভালোবাসা অবিচল রয়েছে। ‎অনুষ্ঠানে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ট্রাস্টের সদস্য সচিব ও প্রধান শিক্ষক সাব্বির আহমদ, ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরী,জকিগঞ্জে প্রেসক্লাবের সভাপতি এখলাছুর রহমান, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, কে মামুন, দুই উপজেলার শিক্ষক নেতা, অভিভাবক ও সুধীজনদের মধ্যে কুতুব উদ্দিন, মাওলানা মহি উদ্দিন, আব্দুল হামিদ, জয়েদ আহমদ ও বদরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফাহিম আল চৌধুরীকে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়