Friday, January 2

কানাইঘাটে পুলিশের অভিযানে ট্রাকভর্তি পাথরসহ ২ জন গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক ::

লোভাছড়া পাথর কোয়ারী থেকে অবৈধভাবে পাথর পরিবহনের দায়ে হাইড্রোলিক ট্রাকভর্তি প্রায় ২০০ ঘনফুট পাথর জব্দ করেছে কানাইঘাট থানা পুলিশ। এ সময় পাথর বহনকারী ট্রাকসহ দুইজনকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে পৌরসভার পল্লীবিদ্যুৎ মোড়ে পরিচালিত এক অভিযানে ট্রাকভর্তি পাথর আটক করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার বড়চতুল গ্রামের মৃত জমির উদ্দিনের পুত্র কামরুল ইসলাম (২৭) এবং বড়গ্রাম এলাকার মৃত খলিলুর রহমানের পুত্র কিবরিয়া (২২)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে পাথরের মালিক হিসেবে মখলিছ ও আল আমিনের নাম উঠে আসে। এ ঘটনায় কানাইঘাট থানার এসআই শৈলেশ চন্দ্র দাস বাদী হয়ে গ্রেফতারকৃত দুইজনসহ মোট চারজনের বিরুদ্ধে অবৈধভাবে কোয়ারী থেকে পাথর চুরি ও পাচারের অভিযোগে মামলা দায়ের করেন। মামলাটি থানার মামলা নং- ০২(০১)২৬।

গ্রেফতারকৃত দুইজনকে শুক্রবার (২ জানুয়ারি) আদালতে সোপর্দ করা হয়েছে। জব্দকৃত পাথরের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং লোভাছড়া পাথর কোয়ারী থেকে অবৈধভাবে পাথর পরিবহন রোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়