নিজস্ব প্রতিবেদক ::
সিলেটের কানাইঘাট থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে এক স্বেচ্ছাসেবকলীগ নেতা সহ নিয়মিত মামলার চার আসামিকে গ্রেফতার করেছে।
থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (২ জানুয়ারি) রাতে অভিযান পরিচালনা করে কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়ন শাখা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক, বড়বন্দ ৩য় খণ্ড গ্রামের আব্দুস ছাত্তারের পুত্র সালমান আহমদ (২৭)–কে গ্রেফতার করা হয়।
এছাড়া একই রাতে পুলিশের পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত মামলার পলাতক আসামি হিসেবে একই ইউনিয়নের বাউরভাগ ৪র্থ খণ্ড (নয়াখেল) গ্রামের বশির আহমদের পুত্র আজির উদ্দিন, তার পুত্র সামছুদ্দিন ও ভাই কামরান আহমদকে গ্রেফতার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধে কানাইঘাট থানায় মামলা রয়েছে। শনিবার (৩ জানুয়ারি) তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়