নিজস্ব প্রতিবেদক:
ব্যাপক উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে কানাইঘাট উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন গাছবাড়ী সমাজকল্যাণ যুব সমিতি আয়োজিত চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষা শুক্রবার (১৪ নভেম্বর) সাফল্যের সাথে সম্পন্ন হয়েছে। গাছবাড়ী আইডিয়াল ডিগ্রি কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত এ পরীক্ষায় উপজেলার ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে মোট ১০০ নম্বরের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।
পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সমিতির সভাপতি ডা. এনামুল হক, সাধারণ সম্পাদক হাফিজ মিজানুর রহমান এবং পরীক্ষা নিয়ন্ত্রক ও শিক্ষা–সাহিত্য সম্পাদক সাইদুর রহমান নাবিল।
পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শন করেন ৭ নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার লোকমান উদ্দিন, গাছবাড়ী আইডিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রিফতাহুল বার চৌধুরী, আলহাজ্ব বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন, গাছবাড়ী সমাজকল্যাণ যুব সমিতির সাবেক সভাপতি মাওলানা আব্দুল মালিক, ডাক্তার আবু শহিদ শিকদার, গাছবাড়ী বাজার বণিক সমিতির সাবেক সভাপতি আব্দুল মৌলা, সমাজসেবী আব্দুর রকিব, অর্থনীতির প্রভাষক হাবিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন ও সহ সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম জিলহাদসহ আরও অনেকে।
পরীক্ষা শেষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা বলেন, ১৯৮৪ সালে প্রতিষ্ঠার পর থেকে গাছবাড়ী সমাজকল্যাণ যুব সমিতি এলাকার শিক্ষার উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তাদের নিয়মিত মেধা বৃত্তি পরীক্ষা গ্রামীণ শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তাঁরা আরও বলেন, গাছবাড়ীর শিক্ষার অগ্রযাত্রা বজায় রাখতে সমিতির এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এমন প্রত্যাশা সবাই ব্যক্ত করেন।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়