নিজস্ব প্রতিবেদক:
বদলির আদেশ পাওয়ার পর কানাইঘাট উপজেলাবাসীর প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া আক্তার। মঙ্গলবার (২ ডিসেম্বর) ছিল কানাইঘাটে তার শেষ কর্মদিবস। দায়িত্ব পালনের আনুষ্ঠানিকতা শেষ করে দুপুরে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে তিনি সেই আবেগঘন বার্তাটি প্রকাশ করেন।
স্ট্যাটাসে ইউএনও তানিয়া আক্তার উল্লেখ করেন, কানাইঘাটে দায়িত্ব পালনকালে তিনি পেয়েছেন মানুষের ভালোবাসা, সহযোগিতা ও শ্রদ্ধা। উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, মানুষের আন্তরিকতা এবং স্মরণীয় অভিজ্ঞতাগুলো তার হৃদয়ে জায়গা করে নিয়েছে বলেও জানান তিনি।
কানাইঘাট নিউজের পাঠকদের জন্য ইউএনও’র লেখা স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-
"আসসালামু আলাইকুম প্রিয় কানাইঘাটবাসী
১০ মাস ১৫দিন দায়িত্ব পালন শেষে সরকারি আদেশে বদলি হয়ে যাচ্ছি। একাধারে দায়িত্ব পালন করেছি উপজেলা নির্বাহী অফিসার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, উপজেলা পরিষদের প্রশাসক, প্রশাসক, কানাইঘাট পৌরসভা,সহকারী কমিশনার (ভূমি) অতিরিক্ত দ্বায়িত্ব ও বহু স্কুল কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি সহ সরকার প্রদত্ত অন্যান্য সকল দায়িত্ব । সঙ্গত কারণেই পুরোটা সময়ে ব্যস্ত থাকতে হয়েছে দপ্তরে, বিভিন্ন প্রতিষ্ঠানে, হাটে ও মাঠে। স্বল্প সময়ে সব জায়গায় সব মানুষের কাছে সেবা পৌঁছে দিতে পারিনি, এই দুঃখবোধটা রয়ে গেল। কানাইঘাট উপজেলার সম্ভাবনা রয়েছে অনেক, সেগুলো অনুসন্ধান করে কাজে লাগানোর জন্য প্রয়োজনীয় রাজনৈতিক-সামাজিক ঐক্য কানাইঘাটবাসীর রয়েছে। এটিই এই উপজেলার মূল শক্তি। কানাইঘাট এর সকল অনাগত সন্তান সুন্দর ভবিষ্যত পাক,বর্তমান প্রজন্ম বেড়ে উঠুক আপন মহিমায়, এবং সকল সন্তান সূর্য সন্তান হিসেবে সন্মানিত হোক। এই শক্তি কানাইঘাট অনন্য উচ্চতায় নিয়ে যাক- এই আশাবাদ নিয়ে বিদায় নিচ্ছি। সর্বোপরি সকল সম্মানিত নাগরিক বৃন্দ,রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রেসক্লাব সহ সমাজের দর্পন তূল্য সম্মানিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্য বৃন্দ সকল শ্রেণি ধর্মীয় ব্যক্তি, পেশা, কলাকৌশলী সবার সর্বাত্মক সহযোগিতা, সম্মান, স্নেহ ও ভালবাসা পেয়েছি।সবার প্রতি রইলো কৃতজ্ঞতা।
জানা,অজানায় যদি কারো মনোকষ্টের কারণ হয়ে থাকি নিজগুণে ক্ষমা করবেন। আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আলেম উলামার ঘাটি কানাইঘাট হৃদয়ে থাকবে আজীবন।
সবসময়ই ভালো থাকুক, প্রিয় কানাইঘাটবাসী।
আল্লাহ হাফেজ।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়