Saturday, November 15

জকিগঞ্জে ফয়ছল চৌধুরী কল্যাণ ট্রাস্টের এক যুগ পূর্তি উদযাপন


নিজস্ব প্রতিবেদক ::

সিলেটের জকিগঞ্জে শাহ্ মো. ফয়ছল চৌধুরী কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠার এক যুগ পূর্তি উদযাপন উপলক্ষে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শনিবার(১৫ নভেম্বর)  সকালে বারহাল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বারহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী। ট্রাস্টের নির্বাহী সদস্য ছদিওল হোসাইন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির প্রথম সহ-সভাপতি মামুনুর রশীদ। প্রধান বক্তা ছিলেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট সরকারি কলেজের সহকারী অধ্যাপক আজাদ উদ্দিন,জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান,বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শুরা ও কর্মপরিষদের সদস্য অ্যাডভোকেট নিজাম উদ্দিন খাঁন,জকিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম,জকিগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর রিপন আহমদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা মাসুদ আহমদ। স্বাগত বক্তব্য প্রদান করেন ট্রাস্টের সচিব সাদিক আহমদ তাপাদার। অনুষ্ঠান শেষে ট্রাস্টের প্রতিষ্ঠার এক যুগ পূর্তি উপলক্ষে প্রায় ৩০০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, যুক্তরাজ্যপ্রবাসী ও ট্রাস্টের সভাপতি শাহ্ মো. ফয়ছল চৌধুরী দেশে না থাকলেও দীর্ঘদিন ধরে জন্মভূমির উন্নয়ন ও মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

অনুষ্ঠান শেষে ট্রাস্টের এক যুগ পূর্তি উপলক্ষে প্রায় ৩০০ মেধাবী শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ ও উন্নতমানের স্কুল ব্যাগ বিতরণ করা হয়।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়