কানাইঘাট নিউজ ডেস্ক:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কানাইঘাট উপজেলা ও পৌর শ্রমিক দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) বিকেলে কানাইঘাট বাজারস্থ শ্রমিক দলের অস্থায়ী কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
পৌর শ্রমিক দলের আহবায়ক আবিদুর রহমান আবিদ এর সভাপতিত্বে এবং উপজেলা শ্রমিক দল নেতা সাহেদ আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানাইঘাট পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খছরুজ্জামান পারভেজ।
এছাড়া দোয়া মাহফিলে অংশ নেন উপজেলা শ্রমিক দলের আহবায়ক জাকারিয়া আহমেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক এবাদুর রহমান লালই, পৌর শ্রমিক দল নেতা মোঃ আফতাব উদ্দিন, মোঃ মইন উদ্দিন, তমিজ উদ্দিন, সদর ইউপি বিএনপির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, পৌর বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা শফিক আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বদরুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম, পৌর বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রাসেল আহমেদ রানা এবং পৌর শ্রমিক দলের যুগ্ম আহবায়ক নুর আহমেদ।
এছাড়াও কানাইঘাট পৌর ও উপজেলা শ্রমিক দলের নেতাকর্মী সেলিম আহমেদ, মাসুম আহমেদ, শাহিদুর রহমান, প্রবাসী শ্রমিক দল নেতা শাহিন আহমেদ, আলতাফ হোসেন আলতা, শহিদ আহমেদ, আসবেল আহমেদ, বাবুল আহমেদ, মখলিছুর রহমান, সিরাজ উদ্দিন, সাদিক আহমেদ, নুরুল আলম, বুরহান উদ্দিন, খছরুজ্জামান খছরু দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়