Friday, November 14

কানাইঘাটে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ কানাইঘাট উপজেলা ও পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় পৌরসভার রায়গড় শ্রী শ্রী গীতা শিক্ষা বিদ্যানিকেতন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি শ্রী দূর্গা কুমার দাস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাস্টার শ্রী সলিল চন্দ্র দাস। সম্মেলন পরিচালনা করেন সাধারণ সম্পাদক শ্রী রিংকু চক্রবর্তী ও যুগ্ম সাধারণ সম্পাদক প্রতাপ চন্দ্র দাস।

সম্মেলনের প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট শ্রী বিজয় কৃষ্ণ বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট শ্রী রঞ্জন ঘোষ, শ্রী নিধু ভূষণ দাস, জেলা প্রচার সম্পাদক চিত্রশিল্পী শ্রী ভানু লাল দাস, সহ অর্থ সম্পাদক হারাধন দেব প্রভাষ এবং সমাজসেবা বিষয়ক সম্পাদক মঞ্জু লাল দাস।

স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেনউপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ভজন লাল দাস,  সাধারণ সম্পাদক অলক চক্রবর্তী, পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শ্যামল কুমার দাস, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সুবোধ চন্দ্র দাস, সাধারণ সম্পাদক চমক রঞ্জন দে সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ: হরিপদ শর্মা, মাস্টার নিহার রঞ্জন বর্ধন, বিপ্লব কান্তি দাস অপু, বিধান চৌধুরী, মিলন কান্তি দাস, রুবি রানী চন্দ, বিকাশ চন্দ্র দাস, বিশ্বজিৎ রায়, জগদীশ চৌধুরী মানিক, বাবুল কুমার দাস, সুজন রাম দাস, রঞ্জিত দাস মঞ্জু প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন।

প্রধান অতিথি এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাসসহ জেলা নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে কাজ করে আসছে। অতীতের ন্যায় বর্তমান অন্তবর্তীকালীন সরকারের আমলেও সংখ্যালঘুদের ওপর নির্যাতন অব্যাহত রয়েছে বলে তারা উল্লেখ করেন।

তাঁরা বলেন, দেশের সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে এবং সম্প্রীতির বাংলাদেশ গড়তে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। সংখ্যালঘু জনগোষ্ঠীর ৮ দফা দাবি মেনে নেওয়ার পাশাপাশি তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান নেতৃবৃন্দ। সম্মেলন থেকে আরও বলা হয়, নিজেদের অধিকার রক্ষা ও সমস্যাগুলোর সমাধানে সংখ্যালঘু জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধভাবে প্রশাসন ও রাজনৈতিক মহলের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। জেলা নেতারা জানান, খুব শীঘ্রই কানাইঘাট উপজেলা ও পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ শাখার নতুন কমিটি ঘোষণা করা হবে। সম্মেলনে কানাইঘাটের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক সংখ্যালঘু ধর্মাবলম্বী মানুষ অংশগ্রহণ করেন।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়