Friday, December 5

কানাইঘাটে টাকার দ্ব ন্দ্বে সাইফুল হ ত্যা ! সুমনকে কুলাউড়া থেকে পাকড়াও


নিজস্ব প্রতিবেদক ::

কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের রাতাছড়া গ্রামে চোরাচালানের ব্যবসার ২ লাখ টাকা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সাইফুল ইসলাম (২২) হত্যাকাণ্ডের ঘটনায় ২ নম্বর আসামি সুমন আহমদ (২৫) কে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ।

গ্রেফতারকৃত সুমন বাঙ্গালীপাড়া গ্রামের ইয়াকুব আলীর পুত্র। শুক্রবার (৫ ডিসেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহা-আলম ও এসআই নুর হোসেনের নেতৃত্বে একদল পুলিশ মৌলভীবাজারের কুলাউড়া থানার সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

এর আগে মামলার প্রধান আসামি শাকিলের পিতা আব্দুল হান্নান হানইকে গ্রেফতার করা হয়।

তদন্তকারী কর্মকর্তা এসআই শাহা-আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩০ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে চোরাচালানের টাকার ভাগবাটোয়ারা নিয়ে বিরোধের জেরে শাকিল ও সুমন মিলে সাইফুল ইসলামকে শাকিলের বাড়ির টিলার উপরে নিয়ে যায়। সেখানে তাকে হাত-পা বেঁধে ধারালো চাকু দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। পরে লাশ টিলা থেকে নিচে ফেলে দেওয়া হয়।

ঘটনার পরদিন নিহতের পিতা মো. ছলু মিয়া বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২–১ জনকে আসামি করে কানাইঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন (মামলা নং ০১, তারিখ: ০২/১২/২৫ইং)।

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল জানান, প্রধান আসামি শাকিলসহ অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়