Monday, December 1

কানাইঘাটে গরু ব্যবসায়ীর ১৩ লক্ষ টাকা ছিনতাই


নিজস্ব প্রতিবেদক ::

কানাইঘাট পৌরসভার বিষ্ণুপুর (করচটি) ব্রিজের পাশে পিকআপ গাড়ি থামিয়ে এক গরু ব্যবসায়ীর কাছ থেকে ১৩ লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে গেছে তিন মোটরসাইকেল আরোহী দুর্বৃত্ত। রবিবার(২৯ নভেম্বর)  সকাল ৭টার দিকে এই ঘটনা ঘটে।

জানা যায়, মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সংকরপুর গ্রামের গরু ব্যবসায়ী সিরাজ উদ্দিন জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজারে গরু কেনার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে পিকআপ গাড়ি নিয়ে রওনা হন। পথে কানাইঘাট পৌরসভার বিষ্ণুপুর (করচটি) ব্রিজের পাশে পৌঁছামাত্রই মোটরসাইকেলযোগে আসা তিন দুর্বৃত্ত পিকআপটির গতি রোধ করে।

দুর্বৃত্তরা গাড়ির গ্লাস ভেঙে সিরাজ উদ্দিন ও চালককে মারধর করে এবং গাড়ির সিটের নিচে রাখা ১৩ লক্ষ টাকা লুট করে বিষ্ণুপুর গ্রামের দিকে পালিয়ে যায়।

ঘটনার পর আহত ব্যবসায়ী সিরাজ উদ্দিন কানাইঘাট থানা পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে আশপাশে অভিযান চালালেও কাউকে আটক করতে পারেনি।

সিরাজ উদ্দিন জানান, তিনি ধার করে জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন হাট-বাজার থেকে গরু সংগ্রহ করে মৌলভীবাজারের বিভিন্ন হাটে বিক্রি করেন। ঘটনার পর তিনি কানাইঘাট থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

ঘটনাস্থল পরিদর্শনকারী থানার এসআই আমিনুল ইসলাম জানান, তারা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছেন এবং দ্রুতই দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়