Monday, December 1

কানাইঘাটে খুঁটিতে বেঁধে তরুণকে কু'পিয়ে হ ত্যা


নিজস্ব প্রতিবেদক ::

সিলেটের কানাইঘাটে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছাইফুল (১৯) নামে এক তরুণকে খুঁটিতে বেঁধে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ১নং লক্ষীপ্রাসাদ পূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী রাতাছড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত ছাইফুলরাতাছড়া গ্রামের মৃত ছলু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ছাইফুল ও তাঁর প্রতিবেশী সাকিল আহমদের মধ্যে দীর্ঘদিন ধরে টাকা-পয়সা লেনদেন নিয়ে বিরোধ চলছিল। এর জেরে সাকিল আহমদ প্রকাশ্যে ছয়ফুলকে তার নিজের বাড়ির সামনে থেকে জোরপূর্বক আটক করে বারান্দার একটি খুঁটিতে শক্ত রশি দিয়ে বেঁধে ফেলেন। ওই সময় টাকা লেনদেন নিয়ে উভয়ের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।

একপর্যায়ে সাকিল আহমদ ও তার সহযোগী সুমন আহমদ ধারালো দা দিয়ে ছয়ফুলের ওপর এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। ছয়ফুলের আর্তচিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ছয়ফুলকে উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার শারীরিক অবস্থা অবনতি ঘটে। রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল জানান, পূর্ববর্তী বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। সাকিল ও সুমন নামের দুইজনকে অভিযুক্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। তিনি আরও জানান, খুব অল্প সময়ের মধ্যেই এ ঘটনার মূল রহস্য উদঘাটন করা সম্ভব হবে।



শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়