নিজস্ব প্রতিবেদক:
সিলেটের জকিগঞ্জে শাহ্ মো: ফয়ছল চৌধুরী কল্যাণ ট্রাস্টের এক যুগ পূর্তি উপলক্ষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ প্রদান ও স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠান আগামীকাল শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বারহাল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
বারহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা বিএনপির প্রথম সহ-সভাপতি মামুনুর রশীদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সিলেট মহানগর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব)।
অনুষ্ঠানে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সকলকে অনুরোধ জানিয়েছেন ট্রাস্টের সচিব সাদিক আহমদ তাপাদার।
উল্লেখ্য, শাহ্ মো: ফয়ছল চৌধুরী কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠার পর থেকে মানবসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এলাকার রাস্তা নির্মাণ, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, মেধাবী শিক্ষার্থীদের সহায়তা প্রদানসহ নানামুখী উদ্যোগে সংগঠনটি ইতোমধ্যেই ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
ট্রাস্টের সভাপতি যুক্তরাজ্যপ্রবাসী শাহ্ মো: ফয়ছল চৌধুরী বিদেশে অবস্থান করেও নিজের জন্মভূমির প্রতি অনুরাগ থেকে এলাকার উন্নয়ন ও মানবকল্যাণে অবিরাম কাজ করে যাচ্ছেন।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়