Thursday, November 13

কানাইঘাটে হান্নান হ ত্যাকাণ্ডের চার দিন পর মামলা, গ্রেপ্তার হয়নি কেউ


নিজস্ব প্রতিবেদক ::

সিলেটের কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী বাখালছড়া গ্রামে যাবতজীবন সাজাভোগী ডাকাত সহোদরের হাতে আব্দুল হান্নান উরফে হানাই হত্যাকান্ডের ৪ দিন পর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। 

নিহতের ভাই আব্দুস সালাম বাদী হয়ে হত্যাকান্ডের সাথে জড়িত ডাকাত সহোদর ফারুক আহমদ ও মঈন উদ্দিন সহ ৭ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। থানার মামলা নং- ০৮, তারিখ- ১২/১১/২০২৫ইং।  

তবে আব্দুল হান্নান হানাই হত্যাকান্ডের সাথে জড়িত কাউকে এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি কানাইঘাট থানা পুলিশ। আসামীদের গ্রেফতার করতে লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা সহ বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত আছে বলে থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল জানিয়েছেন।

এদিকে নিহতের আত্মীয়-স্বজন ও স্থানীয় অনেকে জানিয়েছেন, আব্দুল হান্নান হানাইকে হত্যা করার পর ডাকাত সহোদর ফারুক আহমদ ও মঈন উদ্দিনকে প্রথম দিকে এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গেছে। তাদের অভিমত হত্যাকান্ডের সাথে জড়িতরা লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী পাহাড় বেষ্টিত এলাকায় এখনও লুকিয়ে থাকতে পারে। তবে একসময়ের ত্রাস একাধিক ডাকাতি সহ হত্যা মামলার যাবজ্জীবন সাজাভোগকারী ফারুক আহমদ ও তার ভাই মঈন উদ্দিন এবং তাদের সহযোগীদের ভয়ে এলাকার কেউ মুখ খুলছেন না। নিহত আব্দুল হান্নান হানাইয়ের ভাই মামলার বাদী আব্দুস সালাম ও তার এক ভাতিজাকে হত্যার হুমকি দিচ্ছে বলে স্বজনরা জানিয়েছেন।  

উল্লেখ্য যে, গত ৯ নভেম্বর ভোর ৫টার দিকে পূর্ব শত্রæতার জের ধরে  স্থানীয় ডাউকেরগুল গ্রামের মৃত ফরমান সর্দারের পুত্র ফারুক আহমদ ও তার ভাই মঈন উদ্দিনের নেতৃত্বে কয়েকজন বাখালছড়া গ্রামের মৃত শফিকুল হকের পুত্র আব্দুল হান্নান হানাইকে তার বসত ঘরে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় এলোপাতাড়ি পিঠিয়ে ও কুপিয়ে হত্যা করে। হামলার সময় ঘটনাটি এলাকায় অনেকে দেখলেও ভয়ে আব্দুল হান্নান হানাইকে বাঁচাতে কেউ এগিয়ে আসেনি।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়