নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলার দিঘীরপাড়পূর্ব ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের মাহতাব উদ্দিন চৌধুরী তার পরিবারকে বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে আজ দুপুরে কানাইঘাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। তিনি অভিযোগ করেন, একই গ্রামের ছাদিকুর রহমান তাদের জমি নিয়ে বিরোধিতায় রয়েছেন এবং এই বিরোধের জেরে তারা একের পর এক মিথ্যা মামলা মোকাবিলা করছেন।
মাহতাব উদ্দিন জানান, ১১ সেপ্টেম্বর ছাদিকুর রহমান মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন এবং প্রায় দেড় মাস পর ১৯ অক্টোবর মিথ্যা ভাবে তার পরিবারকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, তারা নাকি ছাদিকুর রহমানের উপর হামলা করেছেন, যা সম্পূর্ণ মিথ্যা।
তিনি আরও দাবি করেন, ছাদিকুর রহমান স্থানীয় প্রশাসনকে ভুল বুঝিয়ে তাদের ক্ষতিগ্রস্থ করতে একাধিক মিথ্যা অভিযোগ দায়ের করেছেন। তার পরিবার এখন মামলার ঘানি টানতে গিয়ে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।
মাহতাব উদ্দিন চৌধুরী স্থানীয় পুলিশ কর্মকর্তাদের কাছে মিথ্যা মামলার সঠিক তদন্ত এবং সুবিচার দাবি করেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তার পিতা আনোয়ারুল ইসলাম চৌধুরী, ইউপি সদস্য মঈন উদ্দিন চৌধুরী, বিশিষ্ট মুরব্বী জয়নুল উদ্দিন, কামাল উদ্দিন প্রমুখ।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়